রাজ্য বিভাগে ফিরে যান

আগামীকাল ফুরফুরা শরিফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী, কোনও নতুন সমীকরণ কি দেখবে বঙ্গ রাজনীতি?

March 16, 2025 | < 1 min read

আগামীকাল ফুরফুরা শরিফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী, কোনও নতুন সমীকরণ কি দেখবে বঙ্গ রাজনীতি?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামীকাল, সোমবার ফুরফুরা শরিফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। গত সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি। সপ্তাহ ঘুরতেই মুখ্যমন্ত্রীর ফুরফুরা সফর ঘিরে নানান জল্পনা শোনা যাচ্ছে রাজ্য রাজনীতির অলিন্দে। শোনা যাচ্ছে, সোমবার বিকেলে ফুরফুরা শরিফে পৌঁছে পীরজাদা ত্বহা সিদ্দিকির সঙ্গে কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী। ফুরফুরার উন্নয়ন নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।

গত সোমবার বিকেলে হঠাৎই নবান্নে হাজির হন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে। প্রায় ২০ মিনিট ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়। নওশাদ সিদ্দিকির অভিযোগ, প্রশাসনিক জটিলতার কারণে আড়াই বছর ধরে বিধায়ক তহবিলের টাকা ঠিকমতো খরচ করতে পারছেন না তিনি। তাই তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন। বৈঠকের পর নওশাদ জানান, মুখ্যমন্ত্রী সাহায্যের আশ্বাস দিয়েছেন।

সোমবার বিকেল ৫টা নাগাদ মুখ্যমন্ত্রী ফুরফুরা শরিফ যাচ্ছেন। রমজান মাসে তাঁর ফুরফুরা শরিফ সফর খুবই তাৎপর্যপূর্ণ। সোমবার ফুরফুরা শরিফের উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পারেন মুখ্যমন্ত্রী। পীরজাদাদের সঙ্গেও তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Furfura Sharif, #Naushad Siddiqui

আরো দেখুন