বিনোদন বিভাগে ফিরে যান

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন এআর রহমান

March 16, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ঘুম ভাঙতেই বুকে ব্যথা, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হল জনপ্রিয় সঙ্গীতস্রষ্টা এআর রহমানকে। আপাতত শিল্পী চেন্নাইয়ের অ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ, রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। শোনা যাচ্ছে, তাঁর অ্যাঞ্জিওগ্রাম করা হতে পারে। আপাতত রহমানকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সমাজ মাধ্যমে জানাম, রহমান আপাতত সুস্থ, শীঘ্রই বাড়ি ফিরবেন তিনি। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “এআর রহমান অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জেনে আমি চিকিৎসকদের ফোন করি। তাঁরা আশ্বস্ত করেছেন সঙ্গীতপরিচালক আপাতত বিপদ মুক্ত, শীঘ্রই বাড়ি ফিরতে পারবেন তিনি।”

TwitterFacebookWhatsAppEmailShare

#treatment, #hospital, #AR Rahman

আরো দেখুন