গোলন্দাজের পর ফের জুটি বাঁধলেন দেব-ধ্রুব, রঘু ডাকাত ছবির শুটিং শুরু ঘোষণা অভিনেতার

দীর্ঘ চার বছরের অপেক্ষার অবসান। আজ, রবিবার থেকে রঘু ডাকাত ছবির শুটিং শুরু হল। সমাজ মাধ্যমে সেই খবর জানিয়েছেন অভিনেতা-সাংসদ। ইনস্টাগ্রাম পোস্টে দেব লেখেন, “২০২১ সালে আমরা যে স্বপ্ন দেখেছি, তা বাস্তব রূপ নিচ্ছে। শক্তিশালী দুই স্তম্ভ শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি (এসভিএফ) ছাড়া এই কাজ সম্ভব হত না। আজ আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি, সেখানে একটি পয়সাও মূল্যবান। তবু তাঁরা এই দুর্দান্ত কাজটি করার সাহস দেখিয়েছেন।”

March 16, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দীর্ঘ চার বছরের অপেক্ষার অবসান। আজ, রবিবার থেকে রঘু ডাকাত ছবির শুটিং শুরু হল। সমাজ মাধ্যমে সেই খবর জানিয়েছেন অভিনেতা-সাংসদ। ইনস্টাগ্রাম পোস্টে দেব লেখেন, “২০২১ সালে আমরা যে স্বপ্ন দেখেছি, তা বাস্তব রূপ নিচ্ছে। শক্তিশালী দুই স্তম্ভ শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি (এসভিএফ) ছাড়া এই কাজ সম্ভব হত না। আজ আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি, সেখানে একটি পয়সাও মূল্যবান। তবু তাঁরা এই দুর্দান্ত কাজটি করার সাহস দেখিয়েছেন।”

ছবির পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানান অভিনেতা। তিনি লেখেন, “আমি ধ্রুব বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। এই ছবি নিয়ে আমরা যখন সবাই শুধু অন্ধকারই দেখেছি, তিনি একমাত্র আশাবাদী ছিলেন এই ছবি আলোর মুখ দেখবেই।” আরও লেখেন, “যাঁরা ৬ মাস ধরে ছবি বাস্তবায়িত করার জন্য নিরলসভাবে কাজ করেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানাই।” দেব জানান, “সব ঠিক থাকলে ২০২৫ সালের সবচেয়ে বড় বাংলা ছবির জন্য প্রস্তুত থাকুন। আজ থেকে ছবির শুটিং শুরু। আমাদের জন্য প্রার্থনা করুন।” দুর্গা পুজোয় মুক্তি পেতে পারে ছবিটি।

রঘু ডাকাত ছবিতে খলচরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য। সোহিনী সরকারকে দেখা যাবে ডাকাত দলের এক গুরুত্বপূর্ণ চরিত্রে। রঘু ডাকাত দেবের নায়িকা হিসেবে থাকছেন ইধিকা পাল। বাংলা কাল্ট ডাকাত রঘু ডাকাতকে কীভাবে পর্দায় আনেন দেব-ধ্রুব জুটি, এখন সেটাই দেখার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen