রাজ্য বিভাগে ফিরে যান

কে হবেন পদ্মপার্টির বঙ্গ শাখার সভাপতি? সুকান্তর ইঙ্গিতপূর্ণ মন্তব্যে বাড়ছে জল্পনা!

March 17, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সুকান্ত মজুমদারের চেয়ার কে এসে বসবে? কার ভাগ্য বঙ্গ বিজেপির সভাপতির আসন? এখনও পর্যন্ত ঠিক করতে পারেনি বিজেপি। রবিবার বিকেলে দলের সাংগঠনিক বৈঠক হয়েছে। চলতি মাসের শেষে অমিত শাহের রাজ্য সফর রয়েছে। তার আগে যতটা সম্ভব সংগঠন গুছিয়ে নিতে মরিয়া বিজেপি। শুভেন্দু অধিকারী নিজেই জানিয়েছেন সভাপতি পদের দৌড়ে নেই তিনি। দলের বৈঠকে যোগ দিতে এসে সুকান্ত মজুমদার বলেন, গেম একই থাকে। ক্যাপ্টেন বদলে যায়। তাঁর এহেন মন্তব্য ঘিরেই জল্পনা তুঙ্গে।

সুকান্ত এখন কেন্দ্রীয় মন্ত্রী। রাজ্য বিজেপির দায়িত্বভার সামলাবেন কে? সুকান্ত মজুমদারের মন্তব্যে রাজ্য বিজেপির সভাপতি বদলের ইঙ্গিত রয়েছে। রবিবার দলের বৈঠকে রাজ্য নেতৃত্বের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নেতৃত্বরাও। এখন দেখার রাজ্য বিজেপির সভাপতি হিসেবে কারও নাম উঠে আসে কিনা। দলের বৈঠক নিয়ে সুকান্ত মজুমদার বলেন, “সাংগঠনিক বৈঠক ছিল। বিজেপিতে নেতার বদল হয়। কিন্তু কাজটা একই থাকে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। একজন ব্যক্তি সব বদল করতে পারে না। এটা একটা টিম গেম। সেই টিমের ক্যাপ্টেন বদল হয়। কিন্তু গেমটা একই থাকে।”

উল্লেখ্য, বিজেপির নিয়ম অনুযায়ী ২২ জন যদি জেলা সভাপতি থাকেন তাহলে রাজ্য সভাপতির নমিনেশন প্রক্রিয়া শুরু করা যায়। ইতিমধ্যেই রাজ্যের ২৫ জন জেলা সভাপতির নাম চূড়ান্ত হয়ে গিয়েছে। সাংগঠনিক ভোটাভুটিতে কোনও সমস্যা নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#State president, #West Bengal, #bjp, #sukanta majumder

আরো দেখুন