রাজ্য বিভাগে ফিরে যান

মার্চেই চল্লিশ ছুঁই ছুঁই পারদ! কী হবে এপ্রিল-মে মাসে?

March 17, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মার্চেই হাঁসফাঁস গরম! নাজেহাল বাঙালি। বসন্ত চলছে, মার্চ শেষ হতে এখনও দিন পনেরো বাকি। কিন্তু বসন্তের মনোরম নাতিশীতোষ্ণ আবহাওয়া উধাও! তার বদলে ঘামছে গোটা বাংলা। আলিপুর হাওয়া অফিস বলছে, রবিবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। (স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি বেশি।) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.৯ ডিগ্রি বেশি। যদিও গরম অনুভূত হয়েছে, ৪০ ডিগ্রি তাপমাত্রার সমতুল্য। মুঠোফোনের অ্যাপ দেখিয়েছে, ফিলস লাইক ৪০!

গরমের এই ‘ব্যাটিং’ সামলানো যাবে কি? প্রশ্ন আম জনতার। এখনই তো ৪০ ডিগ্রি দেখাচ্ছে। তাহলে এপ্রিল-মে মাসে কী হবে, কে জানে, এই প্রশ্ন ভাবিয়ে তুলেছে সকলকে। চাকদহের পুমলিয়া সেবাগ্রাম এলাকায় রোদে বাইরে বেরিয়ে মাথা ঘুরে পড়ে যান মিঠুন দাস নামে ৩৫ বছরের এক যুবক। তাঁর জ্ঞান না ফেরায় নিয়ে যাওয়া হয় চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। গরমের জন্য এই মৃত্যু? না অন্য কোনও কারণ আছে, জানতে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষের দিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। রবিবার বিকেলে বাঁকুড়া ও মেদিনীপুরের বিভিন্ন অংশে শিলাবৃষ্টি হয়েছে। বিহারের উপর একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করায় দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাত হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather forecast, #heat wave, #West Bengal

আরো দেখুন