গঙ্গাসাগর মেলাকে হেরিটেজ তকমা দেওয়া হবে না, সংসদে জানাল মোদী সরকার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার সংসদে মোদী সরকার জানিয়েছে, গঙ্গাসাগর মেলাকে হেরিটেজ তকমা দেওয়া হবে না। কুম্ভমেলা নিয়ে প্রচারের ঝড় তুলেছিল বিজেপি সরকার। সরকারি অর্থ খরচ করা হয়েছে জলের মতো। সে তুলনায় সামান্য অংশও গঙ্গাসাগর মেলার জন্য ব্যয় করেনি বিজেপি সরকার।
গঙ্গাসাগর মেলা প্রতি বছর আয়োজিত হয়। প্রাচীনকাল থেকে কপিল মুনির আশ্রম ও গঙ্গার সুমদ্র সঙ্গমের তটে গঙ্গাসাগর মেলা আয়োজিত হচ্ছে। দেশ বিদেশ থেকে পুণ্যার্থী, পর্যটকরা আসেন। সেই কারণেই গঙ্গাসাগর মেলাকে হেরিটেজ তকমা দেওয়ার দাবিতে জানিয়েছিল বাংলার শাসক দল তৃণমূল।
রাজ্যসভায় মমতা ঠাকুর গঙ্গাসাগর মেলার প্রসঙ্গ তুলেছিলেন। লোকসভার তৃণমূল সাংসদ মালা রায় সরকারকে লিখিত প্রশ্ন করেন। সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত উত্তরে জানান, আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী, অ্যানসিয়েন্ট মনুমেন্ট অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইটস অ্যান্ড রিমেন অ্যাক্ট ১৯৫৮-র চার ধারায় ঐতিহাসিক গুরুত্ব বিচার করে কোনও স্থাপত্য বা এলাকাকে হেরিটেজ তকমা দেওয়া হয়। গঙ্গাসাগর মেলার ক্ষেত্রে তেমন কোনও প্রস্তাব নেই। উল্লেখিত আইনে গঙ্গাসাগর সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত নয়।