কলকাতা বিভাগে ফিরে যান

হুগলি, বসিরহাটের পর এবার খাস কলকাতায় পোস্টার, ‘টাকা, গাড়ি, মোবাইল দিন, দক্ষিণ কলকাতায় পদ নিন!’, বেজায় অস্বস্তিতে বিজেপি

March 19, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে সংগঠন মজবুত করার চেষ্টা চালাচ্ছে বিজেপি। এরই মধ্যে জেলায় জেলায় বিজেপি’র গোষ্ঠী কোন্দলের ছবি সামনে আসছে। তা প্রকাশ্যেই দেখা যাচ্ছে। ফলে দলের সিদ্ধান্ত যে মান্যতা পাচ্ছে না জেলায়, সেটা কয়েকদিনেই স্পষ্ট হয়ে উঠছে।

বাঁকুড়া, হুগলি, বসিরহাটে এমন অসন্তোষ দেখা গিয়েছে। ঢাকুরিয়ায় দলের দক্ষিণ কলকাতার কার্যালয়েও সাঁটানো হয়েছে পোস্টার। সেখানে একের পর এক পোস্টার পড়তেও দেখেছেন সাধারণ মানুষ। এবার খাস কলকাতায় পোস্টার পড়ল। মঙ্গলবার ভোরের আলো ফুটতে ঢাকুরিয়া-সহ একাধিক জায়গায় দক্ষিণ কলকাতার জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য এবং জেলার জেনারেল সেক্রেটারি জিতেন্দ্র সিং এর ছবি দিয়ে অজস্র পোস্টার সাঁটানো হয়েছে। যাতে লেখা, ‘টাকা, গাড়ি, মোবাইল দিন, দক্ষিণ কলকাতায় পদ নিন! যোগাযোগ করুন, জেলা সভাপতি এবং জেলা সাধারণ সম্পাদকের সঙ্গে!’ পোস্টারের নীচে লেখা, ‘সৌজন্যে দক্ষিণ কলকাতা বিজেপি কর্মীবৃন্দ!’

প্রসঙ্গত, দোলের দিন রাজ্যের ২৫টি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা করেছে পদ্মশিবির। ১৮টি সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচন এখনও বাকি। অভিযোগ, টাকার বিনিময়ে পদ বিলি করা হয়েছে। এই অভিযোগে এর আগে জেলায় জেলায় পোস্টার পড়েছিল। এবার খাস কলকাতায় টাকার বিনিময়ে পোস্ট দেওয়ার অভিযোগে শোরগোল তৈরি হল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #bjp, #Poster

আরো দেখুন