দেশ বিভাগে ফিরে যান

৮৬২ কোটিতে নতুন সংসদ ভবন তৈরির বরাত পেল টাটা

September 16, 2020 | < 1 min read

 ৮৬২ কোটি টাকায় নতুন সংসদ ভবন তৈরির দায়িত্ব পেল টাটা গোষ্ঠী। ওয়ার্ক অর্ডার পাওয়ার ২০-২১ মাসের মধ্যে এই প্রকল্প শেষ করতে হবে। টাটা গোষ্ঠীর পাশাপাশি, এলটি, সাপুরজি-সহ সাতটি সংস্থা এই প্রকল্প করতে দরপত্র জমা দিয়েছিল। শেষ পর্যন্ত টাটা গোষ্ঠী এই প্রকল্প করার ছাড়পত্র পেল। এই প্রকল্পের জন্য ৮৮৯ কোটি টাকা সর্বাধিক খরচ ধরা হয়েছিল।

নির্মাণকারী সংস্থাগুলির পক্ষ থেকে টাটারাই সবচেয়ে কম দাম দিয়েছিল। সেই কারণেই এই নতুন সংসদ ভবন তৈরির বরাত পেল টাটা গোষ্ঠী। বুধবারই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয় কেন্দ্রীয় পূর্ত মন্ত্রকের পক্ষ থেকে। জানা গিয়েছে, এই নতুন সংসদ ভবন হবে বর্তমান সংসদ ভবনের পাশেই। তবে বর্তমান সংসদ ভবন গোলাকার, কিন্তু নতুন ভবন হবে ত্রিকোণাকার।

বিস্তারিত আসছে….

TwitterFacebookWhatsAppEmailShare

#tata group, #parliament building

আরো দেখুন