রাজ্য বিভাগে ফিরে যান

সৈকতশহরে পর্যটক টানতে কোন অভিনব উদ্যোগ দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার?

March 23, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দীঘায় গড়ে উঠতে চলেছে ওয়াটার পার্ক। পর্যটকদের আকর্ষণ বাড়াতে দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থা এই উদ্যোগ নিয়েছে। ডিএসডিএ’র অফিসের সামনে সৈকতের দিকে যাওয়ার রাস্তার পাশে প্রস্তাবিত ওয়াটার পার্কের জন্য আগেই জমি চিহ্নিত করা হয়েছে। বোর্ডও বসেছে। যদিও এখনও কাজ শুরু হয়নি। ডিএসডিএর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীদিনে প্রকল্প রূপায়ণে উদ্যোগ নেওয়া হবে বলে।

পর্যটন ব্যবসায়ীদের দাবি, এই প্রকল্পটি গড়ে উঠলে দীঘার প্রতি পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে। কলকাতার নিউটাউনে, নিকো পার্কে সুসজ্জিত এবং উন্নত পরিকাঠামোযুক্ত ওয়াটার পার্ক রয়েছে। ঠিক তেমনই গড়ে উঠতে চলেছে দীঘায়। শিশু-সহ সব বয়সি পর্যটকের কাছে এটি আকর্ষণীয় হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।

দীঘার মূল আকর্ষণ জগন্নাথধাম তৈরির কাজ চলছে। দীঘায় বেশ কিছু পার্ক গড়ে তোলা হয়েছে। ওয়াটার পার্ক গড়ে উঠলে দীঘার মুকুটে আরও একটি পালক যুক্ত হবে। দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থা সূত্রে জানা গিয়েছে, ডিটেল প্রজেক্ট রিপোর্ট বা ডিপিআর তৈরির কাজ চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Digha, #Water Park, #West Bengal, #tourists

আরো দেখুন