কলকাতা বিভাগে ফিরে যান

ডিসিদের পাশাপাশি অতিরিক্ত পুলিস কমিশনারদের আইন শৃঙ্খলার প্রতি বিশেষ নজর রাখতে হবে, নতুন নির্দেশিকা জারি

March 23, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতা পুলিসে মোট ১০টি ডিভিশন রয়েছে। ডিভিশনের ডিসিরাই সাধারণত আইনশৃঙ্খলা দেখভাল করেন। কলকাতা শহরে ডিসিদের উপর নজরদারির জন্য প্রথম ধাপে ডিআইজি পদমযার্দার যুগ্ম কমিশনার এবং পরবর্তী ধাপে আইজি পদমর্যদার অতিরিক্ত পুলিস কমিশনার রয়েছেন। ডিসিদের পাশাপাশি এবার এই অতিরিক্ত পুলিস কমিশনারদের আইন শৃঙ্খলার প্রতি নজর রাখতে হবে। লালবাজার সূত্রে খবর, মূলত রামনবমীর কথা মাথায় রেখে এই নির্দেশিকা জারি করেছেন সিপি। সিপি ওই নির্দেশিকায় বলেছেন, রামনবমীতে এবার সবাইকে চরম সতর্ক থাকতে হবে। কোনও ডিভিশনে কোনও সমস্যা নজরে এলে, তৎক্ষনাৎ তা অতিরিক্ত পুলিস কমিশনাররা সিপিকে জানাবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #police, #law and order, #Additional Commissioners

আরো দেখুন