আরও ২৫ বছরের জন্য স্থগিত থাক লোকসভার আসন পুনর্বিন্যাস, প্রস্তাব পাশ স্ট্যালিন, বিজয়ন, ভগবন্ত মানদের বৈঠকে

আরও ২৫ বছরের জন্য লোকসভার আসন পুনর্বিন্যাস স্থগিত রাখার দাবি উঠল দাক্ষিণাত্য থেকে। মোদী সরকার বিরোধী এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। শনিবার, চেন্নাইয়ের বৈঠকে উপস্থিত ছিলেন চার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এক রাজ্যের উপমুখ্যমন্ত্রী। তাঁদের উপস্থিতিতে এই প্রস্তাব পাশ করানো হয়েছে।

March 23, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরও ২৫ বছরের জন্য লোকসভার আসন পুনর্বিন্যাস স্থগিত রাখার দাবি উঠল দাক্ষিণাত্য থেকে। মোদী সরকার বিরোধী এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। শনিবার, চেন্নাইয়ের বৈঠকে উপস্থিত ছিলেন চার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এক রাজ্যের উপমুখ্যমন্ত্রী। তাঁদের উপস্থিতিতে এই প্রস্তাব পাশ করানো হয়েছে।

স্বচ্ছতার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসের দাবিতে স্ট্যালিনের ডাকা জয়েন্ট অ্যাকশন কমিটির বৈঠকে হাজির ছিলেন কেরলের মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা পিনারাই বিজয়ন, তেলঙ্গানার কংগ্রেস মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, পঞ্জাবের আপ সরকারের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। কর্নাটকের উপমুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারও উপস্থিত ছিলেন। যৌথ কমিটির প্রস্তাবে বলা হয়, জনসংখ্যা নিয়ন্ত্রণের যে লক্ষ্যমাত্রা ঠিক হয়েছিল দেশে, তাতে এখনও পর্যন্ত পৌঁছন যায়নি। এই পরিস্থিতিতে আরও ২৫ বছরের জন্য আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত স্থগিত রাখা হোক। প্রস্তাবে লেখা হয়েছে, যেসব রাজ্য জন্মহার নিয়ন্ত্রণ কর্মসূচি সফলভাবে রূপায়িত করতে পেরেছে, তাদের শাস্তি দেওয়া উচিত নয়।

জনসংখ্যা অনুযায়ী লোকসভায় সাংসদসংখ্যা বৃদ্ধি হওয়ার কথা। ২০২৯-র লোকসভা নির্বাচনের আগেই মোদী সরকার আসন পুনর্বিন্যাস করে লোকসভা কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে নিতে পারে বলে আশঙ্কায় রয়েছে বিরোধীরা। তেমনটা হলে লোকসভায় উত্তরের হিন্দিভাষী রাজ্যগুলোর থেকে প্রতিনিধিত্ব ব্যাপক হারে বাড়বে। জনগণনা অনুসারে লোকসভার আসন পুনর্বিন্যাস হলে উত্তর ভারতের তুলনায় দক্ষিণের রাজ্যগুলির সাংসদসংখ্যা বাড়বে না। বস্তুত বিজেপির লাভবান হওয়ার সম্ভাবনা দেখছে ডিএমকে, সিপিআইএমের মতো দক্ষিণের রাজ্যগুলোর শাসকদলেরা তথা দেশের বিরোধীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen