রায়গঞ্জে বিজেপি থেকে তৃণমূলে যোগ, রামপুর গ্রাম পঞ্চায়েত দখল এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা
তৃণমূলের সাংগঠনিক ব্লক রায়গঞ্জ দুইয়ের সভাপতি দীপঙ্কর বর্মন বলেন, রামপুর গ্রাম পঞ্চায়েতে সর্বমোট ২৩ টি বুথে ২৬ আসন রয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রবিবার রামপুরে একটি কর্মসূচিতে রামপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ফুলমণি মার্ডি সহ ৭ জন বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। রাজ্যের মন্ত্রী সত্যজিৎ বর্মন, তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন তাঁরা। এর ফলে রামপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য সংখ্যা হল ১২ জন।
তৃণমূলের সাংগঠনিক ব্লক রায়গঞ্জ দুইয়ের সভাপতি দীপঙ্কর বর্মন বলেন, রামপুর গ্রাম পঞ্চায়েতে সর্বমোট ২৩ টি বুথে ২৬ আসন রয়েছে। তার মধ্যে গত পঞ্চায়েত ভোটে ১৯ আসনে জয়ী হয় বিজেপি। ২ টি সিপিএম, ১ টি কংগ্রেস ও ৪ টি ছিল তৃণমূলের দখলে। এরমধ্যে মাস তিনেক আগে একজন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। এদিন উপপ্রধান সহ বিজেপির ৭ জন যোগ দেয়। এর ফলে সব মিলিয়ে ওই পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য সংখ্যা হল ১২ জন।
এছাড়াও এদিন আমাদের এই সাংগঠনিক কর্মসূচিতে জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের একজন কংগ্রেসের পঞ্চায়েত সদস্য যোগ দেন তৃণমূলে। এতে ওই পঞ্চায়েতে সর্বমোট ২৭ টির মধ্যে ২৫ টি আসন তৃণমূলের।