London Diaries: বাংলায় বিলেতের বিনিয়োগ আনতে মমতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে ভারতীয় দূতাবাস

 লন্ডনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ডে বক্তব্য রাখার পাশাপাশি বাংলার জন্য লগ্নি আনতে একাধিক কর্মসূচি রেখেছেন মমতা। সোমবার, সে’দেশের ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে বাংলায় লগ্নি টানার জন্য উদ্যোগ নেওয়ার কার্যত অঙ্গীকার করলেন। তিনি বলেন, বাংলায় লগ্নির জন্য বিলেতের বিনিয়োগকারীদের উৎসাহ দিতে লন্ডনের ভারতীয় দূতাবাস যথাসাধ্য সাহায্য করবে।

March 25, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লন্ডনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ডে বক্তব্য রাখার পাশাপাশি বাংলার জন্য লগ্নি আনতে একাধিক কর্মসূচি রেখেছেন মমতা। সোমবার, সে’দেশের ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে বাংলায় লগ্নি টানার জন্য উদ্যোগ নেওয়ার কার্যত অঙ্গীকার করলেন। তিনি বলেন, বাংলায় লগ্নির জন্য বিলেতের বিনিয়োগকারীদের উৎসাহ দিতে লন্ডনের ভারতীয় দূতাবাস যথাসাধ্য সাহায্য করবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরকে উপজীব্য করে এদিন লন্ডনে ভারতীয় দূতাবাস তথা ইন্ডিয়া হাউজে এক আলোচনা সভার আয়োজন করেছিলেন দোরাইস্বামী। সভায় বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, পর্যটন ইত্যাদি ক্ষেত্রে লগ্নির সুযোগ ও সুবিধা নিয়ে আলোচনা চলে। বাংলায় অটো মোবাইল, কোয়ান্টাম কম্পিউটিং, ডায়মন্ড শিল্প, ফুড প্রসেসিং ইত্যাদি ক্ষেত্রে লগ্নির প্রসঙ্গও উঠে আসে আলোচনায়। বাংলায় বিনিয়োগ আনার ব্যাপারে সহযোগিতা করল কেন্দ্রও। মোদী জমানায় কেন্দ্রের তরফে এই প্রথম এমন সহযোগিতা পেল বাংলা।

এদিনের সভায় মুখ্যমন্ত্রী বলেন, দক্ষ শ্রমিক হল বাংলার সবচেয়ে বড় শক্তি। কেন্দ্রের সমীক্ষায় উঠে এসেছে, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনা বাংলাতেই সবচেয়ে বেশি। বাংলা বিনিয়োগ বান্ধবও। বাংলার হস্তশিল্প, সাংস্কৃতিক মূলধন ও মেধা উৎকর্ষের কথাও উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। রাজ্যে লগ্নির পথ সহজ করতে সম্প্রতি একটি সমন্বয় কমিটিও গড়েছেন মমতা। উল্লেখ্য, শিল্পমহল থেকে এমন একটি সমন্বয় কমিটি গঠনের আবেদন করা হয়েছিল। কলকাতায় সম্প্রতি বাণিজ্য সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় কমিটির কথা ঘোষণা করেন। সেই কমিটি তৈরি হয়েছে। কমিটির প্রথম বৈঠকও হয়ে গিয়েছে।

আজ, মঙ্গলবার লন্ডনে বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরে বাংলার শিল্প ও বণিক মহলের প্রতিনিধিরাও রয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen