নির্বাচনী বন্ড ফিরিয়ে আনছে মোদী সরকার? বিস্ফোরক অভিযোগ তৃণমূল সাংসদের

সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ড বাতিল করে দিলেও নতুন অর্থবিলের মাধ্যমে ঘুরপথে কি তা ফিরিয়ে আনার পরিকল্পনা করেছে মোদী সরকার?

March 25, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার, সংসদে অর্থবিল বিষয়ক আলোচনায় অংশ নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কেন্দ্রের বিজেপি সরকারের অর্থনীতিকে মরীচিকা বলেও কটাক্ষ করেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, সরকার যা করছে বলে প্রচার করে, বাস্তবে তা করে না। সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ড বাতিল করে দিলেও নতুন অর্থবিলের মাধ্যমে ঘুরপথে কি তা ফিরিয়ে আনার পরিকল্পনা করেছে মোদী সরকার?

তৃণমূল সাংসদের মন্তব্য, আর্থিক ক্ষতিতে চলা কোম্পানি থেকে ৪৩৪ কোটি টাকা নির্বাচনী বন্ডের মাধ্যমে আদায় করেছে বিজেপি। ৪১টি কোম্পানি যাদের বিরুদ্ধে তদন্ত চলছে, তাদের থেকে আড়াই হাজার কোটি টাকা পেয়েছে গেরুয়া শিবির। তদন্তের আওতাধীন অন্য ৩০টি কোম্পানির থেকে বিজেপি ৩৩৫ কোটি টাকা আদায় করেছে। মহুয়ার অভিযোগ, ইডি, সিবিআইয়ের ৯৭ শতাংশ কেসই বিরোধীদের বিরুদ্ধে।

তিনি তৃণমূল করেন, নতুন অর্থবিলের মাধ্যমে আয়করদাতাদের উপর সরকার নজরদারি করবে। পেগাসাসের মাধ্যমে নজরদারি করছিল। এখন ইমেলের উপর নজরদারি করবে সরকার। মহুয়ার অভিযোগ, ধনী ব্যবসায়ীদের জন্য নিয়ম মানা হয় না। কর ছাড় দেওয়া হয়। জিএসটি থেকেও ছাড় দেওয়া হয়। গরিবদের জন্য কোনও ছাড় নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen