সংসদের ডায়েরী – ১৭ই সেপ্টেম্বর
অভ্যেস নেই!
করোনার কারণে সংসদের অধিবেশনে এসেছে অনেক বদল। যেমন, বসার জায়গা পরিবর্তন হয়েছে, সদস্যদের বসার জায়গায় ব্যারিয়ার বসেছে, এবং সর্বোপরি সাংসদদের বসেই বক্তব্য পেশ করতে হবে। যে কারণে, সমস্যায় পড়েছেন তারা। দাঁড়িয়ে বক্তৃতা দিতে সাংসদরা বসে কথা বলতে স্বচ্ছন্দ নন। যে কারণে, চেয়ারম্যান বারবার তাদের বসতে মনে করিয়ে দেন। যেমন, আজ ঘটল সঞ্জয় রাউতের সাথে।
টাকা কই?
প্রত্যেক বছর বর্ষাকালে বন্যায় ভেসে যায় ঘাটালের বিস্তীর্ণ অঞ্চল। ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলা হলেও, এত বছর পরেও কেন্দ্রের তরফে মেলেনি কোনও সাহায্য। রাজ্য নিজের অর্থে কাজ করছে এই প্রকল্পের। তাই, রাজ্যসভার নতুন সদস্য অর্পিতা ঘোষ তাঁর প্রথম বক্তব্যেই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্রীয় বরাদ্দের দাবি তুললেন।
করোনার সাথে লুকোচুরি
করোনা মোকাবিলায় লকডাউন ঘোষণা করেছে বিশ্বের বহু দেশ। ভারতেও ২১ দিনের লকডাউন হয়েছে, যা পরে বাড়ানোও হয়েছে। এই প্রসঙ্গ টেনেই পশ্চিমবঙ্গ সরকারকে একহাত নিলেন স্বপন দাসগুপ্ত। তাঁর দাবি, কিছু কিছু রাজ্যে হঠাৎ হঠাৎ লকডাউন ঘোষণা করা হচ্ছে, যেন করোনার সাথে লুকোচুরি খেলা হচ্ছে। ওনার দাবি, একটি গাইডলাইন প্রকাশ করুক কেন্দ্র।
ভাবীজি পাঁপড় খেয়ে সারছে করোনা?
করোনা সংক্রান্ত আলোচনার দ্বিতীয় দিনে মহারাষ্ট্র নিয়ে তরজা অব্যাহত রাজ্যসভায়। গতকাল বিজেপির সাংসদ বিনয় সহস্রবুদ্ধে বলেন করোনা মোকাবিলায় মহারাষ্ট্র ব্যর্থ। তারপর আজ শিব সেনার সাংসদ সঞ্জয় রাউত সহস্রবুদ্ধেকে আক্রমণ করে বলেন, মহারাষ্ট্রে সুস্থতার হারও বাড়ছে। তাহলে এই রোগীরা কি ভাবীজি পাঁপড় খেয়ে সুস্থ হচ্ছেন? প্রসঙ্গত, ভাবীজি পাঁপড় খেয়ে করোনা সারানোর নিদান দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, যিনি নিজেই পরে করোনা আক্রান্ত হয়েছিলেন।
তালি থালি তরজা
করোনা সংক্রান্ত আলোচনায় উত্তপ্ত হয়ে উঠল রাজ্যসভা। আমি আদমি পার্টির সদস্য সঞ্জয় সিংহ কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, কেন্দ্র বলছে বিরোধীরা নাকি সরকারের সাথে সহযোগিতা করে না। আমি চ্যালেঞ্জ করছি, একটা দেশের নাম বলুন যেখানে তালি আর থালি বাজিয়ে করোনাকে হারানো গেছে। বিরোধীরা কাল থেকেই তালি দেবে। করোনা সরঞ্জাম কেনায় দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তালি থালি তরজা
করোনা সংক্রান্ত আলোচনায় উত্তপ্ত হয়ে উঠল রাজ্যসভা। আমি আদমি পার্টির সদস্য সঞ্জয় সিংহ কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, কেন্দ্র বলছে বিরোধীরা নাকি সরকারের সাথে সহযোগিতা করে না। আমি চ্যালেঞ্জ করছি, একটা দেশের নাম বলুন যেখানে তালি আর থালি বাজিয়ে করোনাকে হারানো গেছে। বিরোধীরা কাল থেকেই তালি দেবে। করোনা সরঞ্জাম কেনায় দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
কোমর কুপোকাত
কোমরের ব্যথায় কুপোকাত রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। তিনি আজ সদস্যদের বলেন, ব্যথার কারণে বেশিক্ষণ বসে থাকা ওনার পক্ষে সম্ভব নয়। তাই, উপ-সভাপতিই বেশিরভাগ সময় সভাপতিত্ব করবেন।