দেশ বিভাগে ফিরে যান

মোদির জন্মদিনে ট্রেন্ডিং জাতীয় বেকারত্ব দিবস!

September 17, 2020 | < 1 min read

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০ তম জন্মদিন। সেই উপলক্ষে সপ্তাহজুড়ে ৭০ রকমের কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রীর মঙ্গল কামনায় একাধিক জায়গায় পুজো, হোম-যজ্ঞেরও আয়োজন করা হয়েছে। গত কাল রাত থেকেই মোদীর জন্মদিনের উৎসব শুরু করে দেন বিজেপি কর্মীরা। কোথাও লাড্ডু বিলি করে আবার কোথাও বাজি ফাটিয়ে চলে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন।

কিন্তু, উলটপুরাণ সোশ্যাল মিডিয়ায়। মোদির জন্মদিনকে ‘জাতীয় বেকারত্ব দিবস’ হিসেবে কটাক্ষ করে টুইট করছেন বিরোধীরা। সকাল থেকেই ট্রেন্ডিং এই হ্যাশট্যাগ। কারও প্রশ্ন, দুকোটি চাকরির কী হল, কেউ আবার জিজ্ঞাসা করছে দেশের সেরা বিক্রেতার জন্মদিন আজ। কেউ কেউ বলছেন, দাড়ি না বাড়িয়ে অর্থনীতির দিকে মন দিন। কটাক্ষ করতে ছাড়েননি রাহুল গান্ধীও।

দেখুন কিছু টুইট:

TwitterFacebookWhatsAppEmailShare

#National Unemployment Day, #Narendra Modi

আরো দেখুন