দেশ বিভাগে ফিরে যান

আবারও দুর্ঘটনার কবলে ভারতীয় রেল, লাইনচ্যুত বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেস!

March 30, 2025 | < 1 min read

আবারও দুর্ঘটনার কবলে ভারতীয় রেল, লাইনচ্যুত বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেস! ছবি সৌজন্যে: CNN-News18

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারতীয় রেলের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে দুর্ঘটনা। এবার লাইনচ্যুত হল কামাখ্যা এক্সপ্রেস। রবিবার, ওড়িশার মাঙ্গুলি হল্টের কাছে চৌদার অঞ্চলে লাইনচ্যুত হয় বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেসের পাঁচটি কামরা। গতি কম থাকায় দুর্ঘটনায় বড়সড় ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেনি। যাত্রীরা আতঙ্কিত।

জানা যাচ্ছে, বেঙ্গালুরু থেকে অসমের কামাখ্যায় যাচ্ছিল ট্রেনটি। ওড়িশার মাঙ্গুলি হল্টের কাছে চৌদার অঞ্চলে হঠাৎ বিকট আওয়াজ শোনা যায়। বন্ধ হয়ে যায় ট্রেন। আতঙ্কে ট্রেন থেকে নেমে আসেন যাত্রীরা। দেখা যায়, দুর্ঘটনার জেরে ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। আপাতত ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রেল আধিকারিক ও পুলিশ। বেলাইন হওয়া কামরাগুলিকে সরানোর চেষ্টা চলছে। ফের একবার যাত্রী সুরক্ষায় রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kamakhya Express, #Odisha, #Cuttack, #Train Accidents

আরো দেখুন