অক্টোবরেই খুলতে পারে বেঙ্গল সাফারি
এখন রাজ্য থেকে সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় তারা। এদিকে করোনা পরিস্থিতিতে পার্কের রয়্যাল বেঙ্গল টাইগার শীলা তিনটি শাবকের জন্ম দিয়েছে।

পুজোর আগে অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই পর্যটকদের জন্য বেঙ্গল সাফারি পার্ক খুলে দেওয়া হতে পারে। এখনই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও পার্ক সূত্রে প্রাথমিকভাবে এমনটাই জানা গিয়েছে। সেক্ষেত্রে করোনা সংক্রমণ মোকাবিলায় আগেভাগেই কর্তৃপক্ষ প্রস্তুতি সেরে নিচ্ছে। এখন রাজ্য থেকে সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় তারা। এদিকে করোনা পরিস্থিতিতে পার্কের রয়্যাল বেঙ্গল টাইগার শীলা তিনটি শাবকের জন্ম দিয়েছে।
বেঙ্গল সাফারির ডিরেক্টর বাদল দেবনাথ বলেন, মার্চ মাসের শেষ সপ্তাহে লকডাউন শুরু হতেই পার্ক বন্ধ করে দেওয়া হয়। এখনও পার্কে পর্যটকদের প্রবেশ বন্ধ রয়েছে। পার্ক খোলার বিষয়ে এখনও কোনও অনুমতি উপরমহল থেকে আমাদের দেওয়া হয়নি। তবে প্রাথমিকভাবে আমরা জানাতে পেরেছি, আগামী মাসের প্রথম সপ্তাহে পর্যটকদের জন্য সাফারি পার্কের গেট খুলে দেওয়া হতে পারে। আমরা সবরকম প্রস্তুতি ধাপে ধাপে নিয়ে রাখছি।
করোনা সংক্রমণ মোকাবিলায় কী কী করণীয় জুন মাসে সেই বিষয়ে রাজ্যের তরফে পার্ক কর্তৃপক্ষ একটি গাইডলাইন হাতে পেয়েছিল। সেই গাইডলাইন মেনে তারা ইতিমধ্যেই বেশকিছু পদক্ষেপ সেরে ফেলেছে। পার্কের গেটে স্যানিটাইজার মেশিন বসানো, যাঁরা আসবেন তাঁদের থার্মাল স্ক্রিনিং করার মতো ব্যবস্থা কর্তৃপক্ষ করতে যাচ্ছে। করোনা ভাইরাস মোকাবিলায় কী কী সতর্কতা অবলম্বন করা দরকার সেই ব্যাপারেও লিফলেট ছাপিয়ে পর্যটকদের বিলি করার উদ্যোগ কর্তৃপক্ষ নিয়েছে।
এদিকে আগস্ট মাসের ১২ তারিখ বেঙ্গল সাফারিতে রয়্যাল বেঙ্গল টাইগার শীলা তিনটি শাবকের জন্ম দিয়েছে। পশু চিকিৎসকদের নজরদারিতে শাবক তিনটি রয়েছে। শীলার খাওয়াদাওয়ার পরিমাণ আগের থেকে খানিকটা বাড়ানো হয়েছে। বেঙ্গল সাফারি পার্ক সূত্রে খবর, শীলার তিন শাবক বেশ খোশ মেজাজে রয়েছে। শাবকগুলি খাঁচার একপ্রান্ত থেকে অপরপ্রান্ত হেঁটে-চলে বেড়াচ্ছে। পার্কের ডিরেক্টর জানিয়েছেন, শীলার আগের সন্তানদের নামকরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। এবারও তিনশাবকের নামকরণ তাঁকে দিয়েই সাফারি পার্ক কর্তৃপক্ষ করাতে চাইছে।