অবশেষে মণিপুর নিয়ে আলোচনা হতে চলেছে সংসদে, আগামীকাল এবং পরশু আর কোন বিষয়ে আলোচনা? 

আগমী পরশু অর্থাৎ বৃহস্পতিবার ওয়াকফ সংশোধনী বিল পেশ হতে চলেছে সংসদে। সূত্রের খবর, প্রায় আট ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে ওয়াকফ সংশোধনী বিলের জন্য।

April 1, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রায় শেষ লগ্নে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। সূত্রের খবর, আগামীকাল, বুধবার ইমিগ্রেশন এবং ফরেনার্স বিল নিয়ে রাজ্যসভায় আলোচনা ও বিতর্ক চলবে। জানা যাচ্ছে, প্রায় পাঁচ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে এই বিল নিয়ে আলোচনার জন্য।

জানা গিয়েছে, আগমী পরশু অর্থাৎ বৃহস্পতিবার ওয়াকফ সংশোধনী বিল পেশ হতে চলেছে সংসদে। সূত্রের খবর, প্রায় আট ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে ওয়াকফ সংশোধনী বিলের জন্য। বিরোধীরা লাগাতার সংসদে মণিপুর নিয়ে আলোচনার দাবিতে সরব হয়েছে। অবশেষে লাগাতার চাপের কাছে নতিস্বীকার করতে চলেছে মোদী সরকার। ওয়াকফ সংশোধনী বিলের অবসরে মণিপুরে রাষ্ট্রপতি শাসন নিয়ে আলোচনা হতে পারে। আলোচনার জন্য প্রায় তিন ঘণ্টা সময় মিলতে পারে বলে খবর।

তৃণমূল সাংসদেরা ভুয়ো এপিক কার্ড নিয়ে আলোচনার দাবিতে (রাজ্যসভার ২৬৭ নম্বর নিয়ম বিধি অনুযায়ী) বার বার নোটিশ দিয়েছেন। এবার সেই দাবিতে সংসদে আড়াই ঘণ্টার আলোচনা চেয়ে অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদেরা।

আজ, মঙ্গলবার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে তৃণমূলের তরফে উপস্থিত হয়েছিলেন লোকসভা ও রাজ্যসভায় দলের মুখ্য সচেতন কল্যাণ বন্ধ্যোপাধ্যায় এবং নাদিমূল হক। বিরোধীদের কথা শোনা হচ্ছে না, অভিযোগ তুলে বৈঠক থেকে ‘ওয়াক আউট’ করেন বিরোধী সাংসদেরা

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen