আজ সংসদে পেশ হতে চলেছে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল, বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য জোটবদ্ধ বিরোধীরা

একেবারে শেষ মুহূর্তেও নিজেদের তাস দেখাতে চাইছে নীতীশকুমারের দল।

April 2, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi
আজ সংসদে পেশ চলেছে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আজ বুধবার লোকসভায় পেশ হতে চলেছে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল। লোকসভার ‘জিরো আওয়ার’ বাদ দিয়ে বেলা ১২টা থেকেই বিলটি নিয়ে আলোচনা শুরু হয়ে যাবে বলেই মঙ্গলবার জানিয়েছেন সংসদ বিষয়ক তথা সংখ্যালঘু বিষয়কমন্ত্রী কিরেণ রিজিজু। তবে সম্মিলিত বিরোধীরা একজোট হয়ে আলোচনা শেষে ভোটাভুটি (ডিভিশন) চাইবে এবং বিরুদ্ধে ভোট দেবে। আলোচনা পর্বে প্রবল সমালোচনা করলেও বিল রুখতে কোনও জঙ্গি ভূমিকা নেবে না বলেই ঠিক হয়েছে।

মঙ্গলবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার নেতৃত্বে বিজনেস অ্যাডভাইসরি কমিটির (BAC) বৈঠকে বিল নিয়ে তর্ক-বিতর্ক চরমে ওঠে। বিরোধীরা ১২ ঘণ্টার আলোচনা দাবি করলেও, সরকার ৪ ঘণ্টার পক্ষে ছিল। শেষে সিদ্ধান্ত হয়, ৮ ঘণ্টা আলোচনা চলবে। বিরোধীরা মণিপুর ইস্যু ও আধার কার্ডের এপিক নম্বর নিয়ে আলোচনার দাবি তোলে, যা মানা হয়নি বলে তারা অভিযোগ তোলে এবং বৈঠক থেকে ওয়াক আউট করে।

বিল পেশের আগে কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ দেয় তৃণমূল কংগ্রেস। বিরোধী জোট স্পষ্ট জানিয়ে দেয়, তারা বিলের বিরুদ্ধে ভোট দেবে। তৃণমূলও তাদের অবস্থান স্পষ্ট করে দেয়। কংগ্রেস শুধু আজ নয়, বৃহস্পতিবার ও শুক্রবারও সাংসদদের সংসদে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে।

অন্যদিকে, বিরোধী দলগুলি যে বিরোধিতা করবে, সেটা প্রত্যাশিতই। তাই বিজেপির উদ্বেগ বিরোধীরা নয়। কিন্তু রাজনৈতিকভাবে ওয়াকফ বিল নিয়ে শেষ মুহূর্তে জোট শরিকদের অবস্থান কী হবে এবং ভোটাভুটির সময় তারা কী করবে, এটাই সবথেকে বড় উদ্বেগে ফেলেছে সরকারপক্ষকে। আতঙ্ক এতটা‌‌ই যে, মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নীতীশকুমারের দলের দুই সাংসদকে নিয়ে পৃথক বৈঠক করে আশ্বাস চাইলেন। সংযুক্ত জনতা দলের এমপি সঞ্জয় ঝা বলেছেন, আমাদের কয়েকটি আপত্তির কথা জানিয়েছি। আশাকরি সেটা মানা হবে। কে সি ত্যাগী বলেছেন, বুধবারই দেখা যাবে আমাদের সিদ্ধান্ত। অর্থাৎ একেবারে শেষ মুহূর্তেও নিজেদের তাস দেখাতে চাইছে নীতীশকুমারের দল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen