সাজাপ্রাপ্ত বন্দিদের সন্তানকে কলঙ্কহীন জীবন দেওয়ার জন্য ‘ভালো’ পরিবারে ‘দত্তক’ দেওয়ার ভাবনা রাজ্যের

জেল সূত্রে খবর, দুই দপ্তরের আধিকারিকরাই সাজাপ্রাপ্ত বন্দিদের এ ব্যাপারে ভেবে দেখতে বলেছেন।

April 2, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: সংশোধনাগারে সাজাপ্রাপ্ত বন্দির সন্তানের কি কলঙ্কহীন জীবন কাটানোর অধিকার নেই? কেন বাবামায়ের অপরাধের বোঝা তাদের বয়ে বেড়াতে হবে? কেন তারা ভালোভাবে ‘মানুষ’ হওয়ার সুযোগ পাবে না? এই প্রশ্নেরই উত্তর খুঁজতে নেমে প্রশংসনীয় উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। নবান্নের সিদ্ধান্ত, এবার সাজাপ্রাপ্ত বন্দিদের সন্তানদেরও ‘ভালো’ পরিবারের সদস্যরা ‘দত্তক’ নিতে পারবেন। ইতিমধ্যে এ বিষয়ে কাজ শুরু হয়ে গিয়েছে।

কলকাতা আ‌ই঩নি পরিষেবা কর্তৃপক্ষ (লিগ্যাল এইড) ও কলকাতা জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির (সিডব্লুসি) আধিকারিকরা শহরের দুই সংশোধনাগারে গিয়ে সাজাপ্রাপ্ত বন্দিদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের মধ্যে ছিলেন লিগ্যাল এইডের সচিব তথা বিচারক মৌ ঘটক মজুমদার ও চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন মহুয়া সুর রায়ও। প্রেসিডেন্সির ৭০ জন পুরুষ এবং আলিপুর মহিলা জেলের ৮০ মহিলা বন্দির সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলেছেন তাঁরা।

জেল সূত্রে খবর, দুই দপ্তরের আধিকারিকরাই সাজাপ্রাপ্ত বন্দিদের এ ব্যাপারে ভেবে দেখতে বলেছেন। কথা বলতে বলেছেন পরিবারের সঙ্গেও। কারও সন্তান মায়ের সঙ্গে জেলে থাকে, কারও আবার পরিবারের সদস্যদের সঙ্গে। সেখানেও হয়তো আর্থিক সঙ্কট। বন্দিরা ভাবনাচিন্তা করার পর আবার তাঁরা আসবেন। এক থেকে দেড় মাসের মাথায়। প্রস্তাবে যাঁরা রাজি হবেন, তাঁদের সন্তানদের ‘দত্তক’ হিসেবে ভালো পরিবারে পাঠানোর ক্ষেত্রে যাবতীয় আইনি পদক্ষেপ গ্রহণ করেই এগবে সরকার

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen