রাজ্য বিভাগে ফিরে যান

গরমে স্বস্তি! দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

April 2, 2025 | < 1 min read

বাংলাজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: চৈত্রের মাঝামাঝি থেকেই নাজেহাল মানুষ। সকাল হতে না হতেই চোখ রাঙাচ্ছে তাপপ্রবাহ। তবে আজ বুধবার থেকে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে ঝড়বৃষ্টির সম্ভাব্য তালিকায় কলকাতা ও সংলগ্ন এলাকা নেই। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার কোনও কোনও জায়গায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, এই দফায় দক্ষিণবঙ্গে বড় ধরনের ঝড়বৃষ্টির সম্ভাবনা কম, বিক্ষিপ্তভাবে কিছু হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টি হবে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।

বুধবার–পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার–পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার–দক্ষিণের পনেরোটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে মৌসম ভবন জানিয়েছে, এপ্রিল-মে-জুন গোটা দেশে দাপট চলবে তাপপ্রবাহের। চলতি মাসে দাপট দেখাবে তাপপ্রবাহ। দক্ষিণবঙ্গের একাধিক জেলায়ও এই আশঙ্কা রয়েছে। বেশি তাপপ্রবাহ থাকবে পশ্চিমাঞ্চলে। স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে

TwitterFacebookWhatsAppEmailShare

#rainfall forecast, #West Bengal, #Weather conditions, #rainfall

আরো দেখুন