সমুদ্রের তলা দিয়ে মুম্বই থেকে দুবাই মাত্র দু’ঘণ্টায়!

বর্তমানে এই যাত্রায় সময় লাগে তিন থেকে চার ঘণ্টা। তবে শুধু যাত্রী নয়। এই ট্রেন পরিষেবার সাহায্যে অল্প সময়ে পৌঁছে দেওয়া যাবে পণ্যও

April 4, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সমুদ্রের তলা দিয়ে দুবাই পৌঁছে যাবেন মাত্র দু’ঘণ্টায়। হ্যাঁ, এমনই ট্রেন পরিষেবা চালু নিয়ে চিন্তাভাবনা চলছে। খরচ থেকে শুরু করে প্রযুক্তিগত চ্যালেঞ্জ। ইতিমধ্যে শিরোনামে এসেছে প্রজেক্ট সংক্রান্ত একাধিক ইস্যু।

সব ঠিক থাকলে কয়েক বছরের মধ্যেই স্বপ্ন পরিণত হবে বাস্তবে। সংবাদমাধ্যম সূত্রে খবর, মুম্বই থেকে দুবাই যাবে এই অত্যাধুনিক ট্রেন। গতি থাকবে প্রতি ঘণ্টায় ৬০০ থেকে ১০০০ কিমি। মাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের উদ্ভিদ। সমুদ্রের নীচে থাকা অপরূপ দৃশ্য দেখতে দেখতে প্রায় ১২০০ কিমি রাস্তা অতিক্রম করবেন যাত্রীরা। তাও আবার মাত্র দু’ঘণ্টায়। বর্তমানে এই যাত্রায় সময় লাগে তিন থেকে চার ঘণ্টা। তবে শুধু যাত্রী নয়। এই ট্রেন পরিষেবার সাহায্যে অল্প সময়ে পৌঁছে দেওয়া যাবে পণ্যও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen