রাজ্যসভায় মধ্যরাতে পাশ হল ওয়াকফ সংশোধনী বিল, বিপক্ষে কোন দলের কতজন সাংসদ ভোট দিলেন?
তৃণমূলের তেরো জন রাজ্যসভার সাংসদের মধ্যে বারো জন বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল। বিলের পক্ষে পড়ল ১২৮টি ভোট। বিপক্ষে ভোট পড়ল ৯৫টি। এবার বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হবে। তৃণমূল, কংগ্রেস সহ দেশের বিরোধী রাজনৈতক দলগুলোর সাংসদেরা বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন রাজ্যসভায়।
সূত্রের খবর, রাজ্যসভায় কংগ্রেসের ৩৭ জন সাংসদই বিপক্ষে ভোট দিয়েছেন। তৃণমূলের তেরো জন রাজ্যসভার সাংসদের মধ্যে বারো জন বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। দলের সাংসদ তথা রাজ্য সভাপতি সুব্রত বক্সি শারীরিক অসুস্থতা কারণে সংসদে উপস্থিত থেকে ভোট দানে অংশগ্রহণ করতে পারেননি। ডিএমকে-র দশ জন রাজ্যসভার সাংসদই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন বলে সূত্রের খবর।
এছাড়াও আপ, সমাজবাদী পার্টি, সিপিআইএম, সিপিআই, শিবসেনা(উদ্ধব), বিআরএস, ওয়াইআরসিপি, আরজেডি, বিজেডি-র রাজ্যসভার সাংসদেরা ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন বলে জানা যাচ্ছে।