CEA-র বিচারে দেশের সেরা তাপবিদ্যুৎ কেন্দ্র সাঁওতালডিহি, সেরা দশে বাংলার আরও তিন

তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোর কর্মদক্ষতা মাপার ক্ষেত্রে প্ল্যান্ট লোড ফ্যাক্টরকে ব্যবহার করা হয়েছে মাপকাঠি হিসাবে।

April 4, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার মুকুটে যোগ হল আরও এক পালক। ভারত সরকারের সেন্ট্রাল ইলেকট্রিক অথরিটির বিচারে দেশের সেরা তাপবিদ্যুৎ কেন্দ্রের তকমা পেল বাংলার সাঁওতালডিহি থার্মাল পাওয়ার প্ল্যান্ট। দেশের ২০১টি তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে এই মূল্যায়ণ করা হয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোর কর্মদক্ষতা মাপার ক্ষেত্রে প্ল্যান্ট লোড ফ্যাক্টরকে ব্যবহার করা হয়েছে মাপকাঠি হিসাবে। এই খবর জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাঁওতালডিহি থার্মাল পাওয়ার প্ল্যান্টের প্ল্যান্ট লোড ফ্যাক্টর ৯৪.৩৮%।

সেরা দশে বাংলার আরও তিনটি তাপ বিদ্যুৎকেন্দ্র ঠাঁই পেয়েছে। দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বক্রেশ্বর, চতুর্থ স্থানে সাগরদিঘি এবং নবম স্থানে ব্যান্ডেল। এদের প্ল্যান্ট লোড ফ্যাক্টর যথাক্রমে ৯৯.৩%, ৯০.৮৬% এবং ৮৯.৬২%।

অন্যদিকে এনটিপিসি, ডিভিসি, আদানি পাওয়ার, আম্বানি পাওয়া, টাটা পাওয়ার, টরেন্ট পাওয়ারের মতো সংস্থাকে পিছনে ফেলে রাজ্য সরকারের সংস্থা WBPDCL দেশের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে তাপবিদ্যুৎ উৎপাদনে। এহেন সাফল্যের কথা সমাজ মাধ্যমে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বাংলার গৌরব ও সম্মানজনক স্থান অর্জনের জন্য তিনি আধিকারিক, ইঞ্জিনিয়ার ও কর্মীদের অভিনন্দন জানিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen
দিন বাকি