কোচবিহার তোর্সা নদীর ধারে ৭৬ বছর ধরে জাঁকজমক ভাবে বাসন্তী পুজো পালিত হচ্ছে

চলছে বাসন্তী দুর্গাপুজো, চৈত্র নবরাত্রি ২০২৫। যদিও বাঙালির আদি দুর্গাপুজো এই বাসন্তী পুজোই, তবু শারদীয়া দুর্গাপুজো ঘিরে যে আনন্দ ও উত্সসবের রেশ ছড়িয়ে পড়ে রাজ্য জুড়ে, সেই তুলনায় বাসন্তী পুজোর জৌলুস অনেকটাই ফিকে। তবে অনেক জায়গাতেই ধুমধাম করে চলছে বাসন্তী দুর্গার আরাধনা। প্রায় ৭৬ বছর ধরে জাঁকজমক ভাবে বাসন্তী পুজো হয়ে আসছে কোচবিহার জেলার ২ নং কালীঘাট রোডের একেবারে শেষ প্রান্ত তোর্সা নদীর ধারে অবস্থিত বাসন্তী মন্দিরে। প্রতিবছর নিয়ম রীতি মেনে বাসন্তী পুজোর আয়োজন করা হয়। দীর্ঘ সময় ধরে এই পুজোর দিনগুলিতে এখানে অনেকটাই জাঁকজমক দেখতে পাওয়া যায়। বহু ভক্তের সমাগম হয় এই মন্দিরের পুজোর দিন গুলিতে।

April 5, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলছে বাসন্তী দুর্গাপুজো, চৈত্র নবরাত্রি ২০২৫। যদিও বাঙালির আদি দুর্গাপুজো এই বাসন্তী পুজোই, তবু শারদীয়া দুর্গাপুজো ঘিরে যে আনন্দ ও উত্সসবের রেশ ছড়িয়ে পড়ে রাজ্য জুড়ে, সেই তুলনায় বাসন্তী পুজোর জৌলুস অনেকটাই ফিকে। তবে অনেক জায়গাতেই ধুমধাম করে চলছে বাসন্তী দুর্গার আরাধনা। প্রায় ৭৬ বছর ধরে জাঁকজমক ভাবে বাসন্তী পুজো হয়ে আসছে কোচবিহার জেলার ২ নং কালীঘাট রোডের একেবারে শেষ প্রান্ত তোর্সা নদীর ধারে অবস্থিত বাসন্তী মন্দিরে। প্রতিবছর নিয়ম রীতি মেনে বাসন্তী পুজোর আয়োজন করা হয়। দীর্ঘ সময় ধরে এই পুজোর দিনগুলিতে এখানে অনেকটাই জাঁকজমক দেখতে পাওয়া যায়। বহু ভক্তের সমাগম হয় এই মন্দিরের পুজোর দিন গুলিতে।

অষ্টমী স্নানের মেলা উপলক্ষে এখানে বহু পুণ্যার্থী আসেন স্নান করতে। দিনের পর দিন ভক্তদের সংখ্যা বেড়েছে অনেকটাই। বর্তমানে এখানে পুজোর সময় মেলার আয়োজন করা হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি।

ষষ্ঠী থেকে শুরু হয় পুজো। দশমী পর্যন্ত চলে পুজোর কর্মকাণ্ড। অষ্টমীতে স্নানের মেলা হয়। বহু মানুষ আসে স্নান করতে। তার পর ভক্তরা মন্দিরে ভিড় করেন পুজো দিতে। দিনের পর দিন এই নিয়মেই চলছে। আগে একটা সময় মন্দির কাঁচা ছিল। তবে পরবর্তী সময়ে মন্দির পাকা করা হয়। বর্তমান সময়ে মন্দির সাজিয়ে তোলা হয়েছে পুজো উপলক্ষে। ইতিমধ্যেই বহু মানুষের সমাগম হতে শুরু করেছে মন্দির চত্বরে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen