ফের ধাক্কা পদ্ম শিবিরে! হাতাছাড়া ভগবানপুর পঞ্চায়েত
আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে ফের পদ্ম শিবিরে ধাক্কা। আরও একটি পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ নম্বর ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এতদিন বিজেপির দখলে ছিল। এবার এই পঞ্চায়েতে প্রধান পদে নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের উমারানি ভূঁইয়া।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে ফের পদ্ম শিবিরে ধাক্কা। আরও একটি পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ নম্বর ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এতদিন বিজেপির দখলে ছিল। এবার এই পঞ্চায়েতে প্রধান পদে নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের উমারানি ভূঁইয়া।
মাসখানেক আগে পঞ্চায়েত প্রধানের অস্বাভাবিক মৃত্যু হয়। সেই কারণে শূন্য প্রধান পদে নির্বাচন হয়। সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষে ১২ জন এবং বিজেপির পক্ষে ৮ জন সদস্যের ভোট পড়ে। তবে ১ জন পঞ্চায়েত সদস্য অনুপস্থিত ছিলেন। শুক্রবার তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রধান পদে নির্বাচিত হন উমারানি ভূঁইয়া।
উল্লেখ্য, এই গ্রাম পঞ্চায়েতে ২২টি আসনের মধ্যে তৃণমূল ও বিজেপি সমানসমান আসন পায়। ফলে টসে প্রধান নির্বাচিত হন বিজেপির সদস্য এবং উপ-প্রধান নির্বাচিত হন তৃণমূলের সদস্য। বর্তমানে বিজেপির একজন পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ফলে তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়ায় ১২। তৃণমূল সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ভগবানপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে এল।