শুধু মার্চেই চাকরি হারিয়েছেন ৪২ লক্ষ! বেকারত্বের গোলকধাঁধায় মোদীর ভারত, বলছে CMIE

২০২৪ সালের তুলনায় সরকারি ও বেসরকারি সংস্থায় নিয়োগের হার কমেছে প্রায় দেড় শতাংশ।

April 6, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
শুধু মার্চেই চাকরি হারিয়েছেন ৪২ লক্ষ! বেকারত্বের গোলকধাঁধায় মোদীর ভারত, বলছে CMIE

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বছরে ২ কোটি চাকরি, বিপুল কর্মসংস্থানের গালভরা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন মোদী। কিন্তু আদত ছবিটা একেবারেই উল্টো। মোদী আমলে ভারতে লাফিয়ে লাফিয়ে বেড়েছে বেকারত্ব। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমির (সিএমআইই) রিপোর্টে সামনে এল ভয়ঙ্কর তথ্য। শুধুমাত্র গত মার্চ মাসেই দেশজুড়ে চাকরি হারিয়েছেন ৪২ লক্ষ মানুষ!

রিপোর্ট অনুযায়ী, উপার্জনের সুযোগ ক্রমশ কমছে দেশে। হতাশায় কাজ খোঁজাই ছেড়ে দিচ্ছে দেশের যুবসমাজ। সিএমআইই-র তথ্য অনুযায়ী দেশে লেবার ফোর্স কমছে। অর্থাৎ দেশে কর্মরত লোকজনের সংখ্যা দ্রুত গতিতে হ্রাস পাচ্ছে। ফেব্রুয়ারি মাসে ৪৫ কোটি ৭৭ লক্ষ থেকে মার্চে সেই কমে হয়েছে ৪৫ কোটি ৩৫ লক্ষ। অর্থাৎ এক মাসে চাকরি হারিয়েছেন ৪২ লক্ষ মানুষ।

আরেক একটি পরিসংখ্যান অনুযায়ী, ফেব্রুয়ারিতে দেশে ৩ কোটি ৮৬ লক্ষ মানুষ কর্মহীন ছিলেন। মার্চ মাসে তা হয়েছে ৩ কোটি ৫০ লক্ষ। এমন পরিসংখ্যানে মনে হতে পারে, বেকারত্ব কমেছে। সমীক্ষক সংস্থার দাবি, কাজ না পেয়ে বিপুল সংখ্যক মানুষ চাকরির আবেদন করাই ছেড়ে দিয়েছেন। ফলে কর্মহীনদের তালিকায় আর গোনা হচ্ছে না তাঁদের। ২০২৪ সালের তুলনায় সরকারি ও বেসরকারি সংস্থায় নিয়োগের হার কমেছে প্রায় দেড় শতাংশ। দেশের আইআইটিগুলিতে প্লেসমেন্টের হার ১০ শতাংশ হারে কমেছে। রাজ্যসভায় এমএসএমই দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পাঁচ বছরে ৭৫ হাজারের বেশি ক্ষুদ্র-ছোট ও মাঝারি শিল্প বন্ধ হয়ে গিয়েছে। চাকরির হাহাকার চলছে দেশে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen