দেশ বিভাগে ফিরে যান

বাংলা লবির আপত্তি উড়িয়ে ফের এক মালয়ালি! ইয়েচুরির আসনে ‘বেবি’র অভিষেক

April 6, 2025 | < 1 min read

সীতারাম ইয়েচুরির পর সিপিএমের সাধারণ সম্পাদক পদে বসতে চলেছেন কেরলের প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন রাজ্যসভার সাংসদ এমএ বেবি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আবারও কেরল, দক্ষিণ ভারত ছাড়া কি ভরসার পাত্র খুঁজে পাচ্ছে না সিপিআইএম?
সীতারাম ইয়েচুরির পর সিপিএমের সাধারণ সম্পাদক পদে বসতে চলেছেন কেরলের প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন রাজ্যসভার সাংসদ এমএ বেবি।

প্রকাশ কারাত এতদিন পলিটব্যুরোর সমন্বয়ক হিসাবে কাজ করছিলেন। এবার সেই সাধারণ সম্পাদক পেল লাল পার্টি এমএ বেবি। সর্বভারতীয় রাজনীতিতে তিনি বিশেষ পরিচিত নন। শোনা যায়, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরোধী গোষ্ঠী বলেই তিনি কেরলের রাজনীতিতে পরিচিত। সূত্রের খবর, ১৬ সদস্যের পলিটব্যুরো কমিটির পাঁচ জন বেবির পদে আসার বিরোধিতা করেছেন রবিবার। তালিকায় রয়েছেন সূর্যকান্ত মিশ্র, নীলোৎপল বসু, মহম্মদ সেলিম, রামচন্দ্র ডোম এবং অশোক ধাওয়ালে।

অন্যদিকে, বয়স পেরিয়ে যাওয়ার পরও কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে রেখে দেওয়া হচ্ছে পলিটব্যুরোতে। পলিটব্যুরোতে বাংলা থেকে জায়গা পাচ্ছেন শ্রীদীপ ভট্টাচার্য। রাজস্থানের সাংসদ আমরা রাম, তামিলনাড়ুর ইউ বাসুকি, মরিয়ম ধাওলেরা পলিটব্যুরোয় জায়গা পেলেন। দিল্লির অরুণ কুমার, কৃষক নেতা বিজু কৃষ্ণদেরও ঠাঁই হল। ত্রিপুরা থেকে মানিক সরকারের বদলে পলিটব্যুরোতে এলেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। পলিটব্যুরোর আমন্ত্রিত সদস্য হিসাবে থাকছেন প্রকাশ কারাত, মানিক সরকার ও বৃন্দা কারাত।

TwitterFacebookWhatsAppEmailShare

#MA Baby, #West Bengal, #kerala, #Cpim, #sitaram yechury, #General secretary

আরো দেখুন