দেশ বিভাগে ফিরে যান

ওয়াকফ বিল নিয়ে NDA-তে ফাটল! দিশেহারা চিরাগ পাসোয়ান, নীতিশ কুমাররা

April 7, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সংসদের দুই কক্ষেই পাশ হয়েছে ওয়াকফ বিল। সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। বিল আইনে পরিণত হয়েছে। ওয়াকফ আইন সমর্থনের পর থেকে বিজেপির শরিক দলগুলির মধ্যে বিদ্রোহ মাথাচাড়া দিয়েছে। কার্যত দিশেহারা জেডিইউ সুপ্রিমো তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানেরও একই দশা। এই আবহে বিপাকে এনডিএ-র আরেক শরিক আরএলডি।

রবিবার, জয়ন্ত চৌধুরীর দল থেকে ইস্তফা দিয়েছেন প্রভাবশালী সংখ্যালঘু নেতা শাহজেব রিজভি। তিনি অভিযোগ করছেন, মোদী সরকারের ওয়াকফ বিলে সমর্থন দিয়ে জয়ন্ত, সংখ্যালঘু মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। দলের আরও বেশ কয়েকজন নেতাও রিজভির মতো দল ছাড়তে পারেন বলে খবর। দলত্যাগী নেতার সঙ্গে দূরত্ব বাড়াতে তৎপর আরএলডি সুপ্রিমো।

ওয়াকফ বিল নিয়ে লড়াই জারি রেখেছে বিরোধী শিবির। বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে কংগ্রেস, মিম, আপ। লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-ও আছে তালিকায়। দলের সাংসদ মনোজ ঝা ও নেতা ফৈয়াজ আহমেদ ওয়াকফ সংশোধনী বিলের (বর্তমানে আইন) বিরুদ্ধে সোমবার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিতে চলেছেন। আরজেডি নেতা তেজস্বী যাদব জানান, মোদী সরকার মুসলমানদের নিশানা করছে। আগামী দিনে শিখ, খ্রিস্টানদের করবে। বেকারত্বের মতো ইস্যু থেকে মানুষের নজর ঘোরাতে এই বিল আনা হয়েছিল। তিনি জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বিহারে সরকার গঠন করতে পারলে ওয়াকফ আইন ডাস্টবিনে ফেলে দেবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#politics, #NDA, #Nitish Kumar, #Chirag Paswan, #NDA Alliance, #Waqf bill

আরো দেখুন