দেশ বিভাগে ফিরে যান

ভারতে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১০ লক্ষ

September 18, 2020 | 2 min read

ছবি: ফাইল চিত্র

পরপর কয়েকদিন সংক্রমণ কমে যাওয়ায় করোনা নিয়ে আশার আলো দেখেছিল গোটা দেশ। বুধবার আবার এক ধাক্কায় অনেকটা বাড়ল করোনার সংক্রমণ। এদিন নতুন করে ৯৭ হাজার ৮৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শুধু তাই নয়, দেশে এই প্রথম সক্রিয় করোনা আক্রান্ত ১০ লক্ষের গণ্ডি ছাড়াল। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন সারা দেশে ১০ লক্ষ ৯ হাজার ৯৭৬ জন সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন। তবে আশার কথাও রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত ৪০ লক্ষ মানুষ করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বৃহস্পতিবার বলেন, করোনায় মৃত্যুর হার এক শতাংশের নীচে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এখন দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার ১.৬৪ শতাংশ। করোনায় মৃত্যুর নিরিখে বিশ্বে এটাই সর্বনিম্ন হার। রাজ্যসভায় তিনি বলেন, ভারতে করোনার সুস্থতার হার ৭৮ থেকে ৭৯ শতাংশ। সারা পৃথিবীতে এই হারও সর্বোচ্চ।
এদিন করোনার রাজনীতি নিয়ে উত্তপ্ত ছিল সংসদ। রাজ্যসভায় শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত বলেন বিজেপি শাসিত রাজ্যগুলি করোনা মোকাবিলায় ভালো কাজ করছে। আর মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ বা দিল্লির মতো বিরোধী শাসিত রাজ্যগুলি খারাপ করছে, বিষয়টি এমন নয়। প্রত্যেক রাজ্যই তার সামর্থ্য অনুযায়ী করোনা মোকাবিলায় কাজ করছে। তাঁর কথায়, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে করোনার বিরুদ্ধে আমরা লড়াই করছি।’ বিজেপিকে খোঁচা দিয়ে তিনি বলেন, করোনা তো আর ‘ভাবিজি পাঁপড়ে’ সারেনি। মহারাষ্ট্র সরকার সংক্রমণ রুখতে যথেষ্ট কাজ করেছে। আর তার জন্যই মহারাষ্ট্রে ৩০ হাজারের বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। তাঁর কথায়, ‘কীভাবে এই সাফল্য এল? সকলে কি তবে ভাবিজি পাঁপড় খেয়েছে?’ এদিন দিল্লির এইমস থেকে ছাড়া পেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। করোনা নিয়ে মন ভালো করা খবর এসেছে অসম থেকে। ১০০ বছরের এক বৃদ্ধা করোনা থেকে সেরে উঠেছেন। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Corona, #Covid Update

আরো দেখুন