অন্ধ্রের শ্রীকাকুলামের কাছে বড় রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা! কাপলিং ছিঁড়ে চলন্ত অবস্থাতেই দু’ভাগ হল ফলকনুমা এক্সপ্রেস!

জানা গিয়েছে, আজ সকালে এই দুর্ঘটনা ঘটে। হায়দরাবাদ থেকে হাওড়া আসছিল ফলকনুমা এক্সপ্রেস।

April 8, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের প্রশ্নের মুখে রেল ও যাত্রী সুরক্ষা। আজ মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার সুম্মাদেবীর কাছে চলন্ত অবস্থাতেই আলাদা হয়ে যায় সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেসের দুটি বগি। ট্রেনটিতে শতাধিক যাত্রী ছিল বলে খবর। তবে অল্পের জন্য প্রাণরক্ষা হয়েছে যাত্রীদের। কিন্তু এর জেরে প্রায় দু’ঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়।

জানা গিয়েছে, আজ সকালে এই দুর্ঘটনা ঘটে। হায়দরাবাদ থেকে হাওড়া আসছিল ফলকনুমা এক্সপ্রেস। শ্রীকাকুলামের পালাসার গ্রামের কাছে আসতেই ট্র্যাকের মাঝে দুই এসি কামরা আলাদা হয়ে যায়।

প্রাথামিকভাবে খবর, কামড়া দুটির মাঝে কাপলিং ভেঙে গিয়েই এই বিপত্তি ঘটে। তার জেরে ট্রেনটি দু’ভাগ হয়ে যায়। কিছু কামরা ইঞ্জিনের সঙ্গে সামনের দিকে এগিয়ে যায়। আর শেষের দিকে কামরাগুলোও আলাদা হয়ে লাইনের পিছনের দিকে সরে যায়। বড়সড় কিছু একটা ঘটেছে বুঝতে পেরে চালক ট্রেন থামিয়ে দেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen