বাম আমলে চা শ্রমিকরা পেতেন ৬৭ টাকা, মমতার আমলে ১৭৬ টাকা – মলয় ঘটকের
২০১১ সালের আগে বাম আমলে রাজ্যের চা শ্রমিকেরা ৬৭ টাকা করে মজুরি পেতেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে এবার সেই টাকা বেড়ে এখন বাংলার চা শ্রমিকেরা ১৭৬ টাকা দৈনিক মজুরি পাচ্ছেন বলে বামেদের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক। প্রায় দু ‘বছর ধরে বন্ধ থাকার পর দু’দিন আগে ডুয়ার্সের মাদারিহাট ব্লকের মুজনাই চা বাগান চালু হয়।
পুজোর ঠিক আগেই চা বাগান চালু হওয়ায় যারপরনাই খুশি হয়েছেন বাগানের ৯৯৯ জন শ্রমিক। এদিন ওই চা বাগানের শ্রমিকদের খাদ্য সামগ্রী বিলি করতে যান বাংলার শ্রমমন্ত্রী মলয় ঘটক। তাঁর সাথে আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি ও জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা সহ জেলা পরিষদের সভাধিপতি শিলা দাস সরকার ওই অনুষ্ঠানে অংশ নেন।
প্রসঙ্গত, ২০০২ সালে বাম আমলেই প্রথম বার বন্ধ হয় মুজনাই চা বাগান। টানা বেশ কয়েক বছর বাগান বন্ধ থাকার ফলে অনাহার জনিত নানান রোগে ছেয়ে যায় গোটা চা বাগিচার শ্রমিক মহল। সেইসময় পুষ্টিকর খাবার না পেয়ে অখাদ্য-কুখাদ্য খেয়ে বামেদের আমলে বহু মানুষজন মৃত্যুর মুখে ঢলে পড়েন। সেইসময় ওই বাগানে গিয়ে বাম সরকারের বিরুদ্ধে তোপ দেগে আসেন স্বয়ং বাম মন্ত্রী কমল গুহ।
তবে ২০১৮ থেকে গত পরশু দিন পর্যন্ত বাগানটি বন্ধ থাকালীন সময় খাদ্যাভাবে কারো মৃত্যু বা বিনে চিকিৎসায় কেউ ছিলেন না বলে দাবি করেছেন আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা। এদিন জেলা শাসক বলেছেন, “বাগানে অন্তর্দ্বয় যোজনার খাদ্য সামগ্রী বিলি শুরু থেকে হচ্ছে। শ্রমিকদের মাসিক অনুদান দেওয়া হয়েছে। আজ মূলত শ্রমিকদের জি আরের টাকা ও খাদ্য সামগ্রী বিলি করা হয়। সকল শ্রমিক তাতে খুশি।”