রাতারাতি শিক্ষকেরা হয়ে গিয়েছিলেন ঝাড়ুদার! বামশাসিত কেরলের ঘটনা জানেন?

হাতে থাকা চক-ডাস্টার হারিয়ে রাতারাতি শিক্ষকেরা হয়ে গিয়েছিলেন স্কুলের ঝাড়ুদার।

April 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হাতে থাকা চক-ডাস্টার হারিয়ে রাতারাতি শিক্ষকেরা হয়ে গিয়েছিলেন স্কুলের ঝাড়ুদার। এই ঘটনাটি ঘটেছে বাম শাসিত কেরলে। বামশাসিত কেরলে ৩৪৪ জন শিক্ষক কাজ হারান। সকলেই ছিলেন এমজিএলসি-র শিক্ষক। ২০২২ সালের ৩১ মার্চ ওলটপালট হয়ে যায় তাঁদের জীবন। কারণ, কেরলের বাম সরকার ওই সেন্টারগুলি বন্ধ করে দিয়েছে। তাঁরা ঝাড়ু হাতে তুলে নিয়েছেন। শিক্ষক থেকে ঝাড়ুদার হয়েছেন।

কেরলের শিক্ষা সচিব মহম্মদ হানিস জানিয়েছিলেন, আদিবাসী শিক্ষাকেন্দ্রগুলিতে সেভাবে পড়ুয়ারা আসছে না। তাই সেগুলি বন্ধ করে দিতে হচ্ছে। শিক্ষক হিসাবে যাঁদের নিয়োগ করা হয়েছিল, তাঁদের বিকল্প আয়ের সুযোগ করে দিতে সাফাইকর্মী পদে নিয়োগ করা হচ্ছে। তবে সরকারের এহেন যুক্তিতে রীতিমতো অবাক শিক্ষকমহল। তাঁদের দাবি, এই ধরনের ঘটনা শিক্ষকের অপমান।

আদিবাসী শিক্ষাকেন্দ্রগুলি হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়াও প্রশ্ন ওঠে। যুক্তি খাড়া করা হয়, এই স্কুলগুলিতে পড়ুয়ারা আসছিল না। কেরলের বাম সরকারের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়, আপাতত বন্ধ হয়ে যাওয়া আদিবাসী শিক্ষাকেন্দ্রের ৩৪৪ জন শিক্ষককে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সাফাইকর্মী হিসেবে নিয়োগ করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন