মৃৎশিল্পীদের মুখে চওড়া হাসি, গরম বাড়তেই চাঙ্গা মাটির কলসি, কুঁজো, বোতলের বাজার

চৈত্রে গ্রীষ্মের মারকাটারি ব্যাটিং চলছে। প্রাণ ওষ্ঠাগত দশা মানুষের। ঠান্ডা জলে গলা ভেজালেই রেহাই মিলছে। জল ঠান্ডা রাখার জন্য মাটির পাত্রের খোঁজ শুরু হয়েছে। মাটির জলের বোতলের চাহিদাও বেড়েছে। শৌখিন কারুকার্য করা নানা রঙের মাটির বোতল কিনছেন ক্রেতারা। এতে জলও ঠান্ডা থাকছে, পাশাপাশি দেখতে সুন্দর হওয়ায় মন কাড়ছে ক্রেতাদের। কলসি ও কুঁজোর চাহিদাও বাড়ছে।

April 12, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
মৃৎশিল্পীদের মুখে চওড়া হাসি, গরম বাড়তেই চাঙ্গা মাটির কলসি, কুঁজো, বোতলের বাজার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চৈত্রে গ্রীষ্মের মারকাটারি ব্যাটিং চলছে। প্রাণ ওষ্ঠাগত দশা মানুষের। ঠান্ডা জলে গলা ভেজালেই রেহাই মিলছে। জল ঠান্ডা রাখার জন্য মাটির পাত্রের খোঁজ শুরু হয়েছে। মাটির জলের বোতলের চাহিদাও বেড়েছে। শৌখিন কারুকার্য করা নানা রঙের মাটির বোতল কিনছেন ক্রেতারা। এতে জলও ঠান্ডা থাকছে, পাশাপাশি দেখতে সুন্দর হওয়ায় মন কাড়ছে ক্রেতাদের। কলসি ও কুঁজোর চাহিদাও বাড়ছে।

অফিসে, দোকানে ঠান্ডা জল পেতে মাটির বোতল কেনেন অনেকেই। মাটির পাত্রে জল অনেকটাই ঠান্ডা থাকে।‌ প্লাস্টিক ব্যবহার নিয়েও মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে। মাটির কুঁজো সহ মাটির বোতল অগ্রাধিকার পাচ্ছে। মৃৎশিল্পীরা জানিয়েছেন, গরমে মাটির পাত্রের ভাল চাহিদা রয়েছে।

গত বছর মাটির বোতলগুলি ১৩০ থেকে ১৫০ টাকায় বিক্রি হয়েছে। এবার তার দাম বেড়েছে। বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকায়। অন্যদিকে, যে কুঁজোগুলি গতবার ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছে। এবার তা ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। শৌখিনভাবে তৈরি মাটির পাত্রের বেশি চাহিদা দেখা যাচ্ছে। কুঁজোগুলিতে নলের মুখ লাগিয়ে নতুনত্ব এনে বিক্রি করা হচ্ছে। গরমের জেরে বিক্রি গতি পেয়েছে, মানছেন বিক্রেতারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen