বাংলা বছরের শুরু থেকেই আইপ্যাককে সঙ্গে নিয়ে নতুন কর্মসূচিতে নামছে তৃণমূল কংগ্রেস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার নতুন বছরের শুরু থেকেই নতুন কর্মসূচিতে নামছে তৃণমূল কংগ্রেস। এই কর্মসূচিতে সঙ্গে থাকছে পরামর্শদাতা সংস্থা আইপ্যাক।
২৭ ফেব্রুয়ারি দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজি ইন্ডোরের বৈঠকের পরে গত ১৫ মার্চ দলের প্রায় ৪,৫০০ নেতাকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রেই জানা গিয়েছিল, সেই বৈঠকে অভিষেক বলেছিলেন, ভোটার তালিকা সংশোধনের কাজ সারা বছরের কর্মসূচি। এক বার করে থেমে গেলে হবে না। শাসকদল সূত্রে খবর, অভিষেক এবং আইপ্যাকের ‘যৌথ’ পরিকল্পনার ফসল হিসাবেই এপ্রিলের মাঝামাঝি সময় থেকে যে কর্মসূচি শুরু হচ্ছে, তা চলবে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত।
আইপ্যাক ২০১৯ সালের লোকসভা ভোটের পর থেকে কাজ করছে। ফলে তাদের পশ্চিমবঙ্গে কাজের একটা ধারাবাহিকতা এবং অভিজ্ঞতা রয়েছে। দ্বিতীয়ত, ভোটার তালিকা সংশোধনের যে কাজকে তৃণমূল ‘পাখির চোখ’ করেছে, তা বাস্তবায়িত করতে শুধু সাংগঠনিক কাঠামো ব্যবহার করলে হবে না। প্রয়োজন প্রযুক্তিগত সহায়তাও। সেটা আইপ্যাক ছাড়া সম্ভব ছিল না। বাস্তবেও তেমনই হতে চলেছে। ভোটার তালিকা সংশোধনের কাজের জন্য পৃথক একটি অ্যাপ তৈরি করেছে শাসকদল। যার নেপথ্যে রয়েছে পরামর্শদাতা সংস্থা আইপ্যাক।