রাজ্য বিভাগে ফিরে যান

চাকরিহারা শিক্ষকদের সঙ্গে কথা বলতে গেলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ‘গো ব্যাক’ শুনতে হল

April 12, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার বিকাশভবনে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু ও এসএসসি(SSC) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠক হয় চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দলের। অন্যদিকে এসএসসির কেন্দ্রীয় কার্যালয় আচার্য সদনে গিয়ে চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলতে গেলে বিজেপি এমপি তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ‘গো ব্যাক’ শুনতে হয়।

প্রসঙ্গত, চলতি আবহে অভিজিৎবাবুর বক্তব্যের পুরনো একটি ভিডিও সামনে এসেছে। সেখানে তাঁকে রীতিমতো বুক ফুলিয়ে বলতে শোনা গিয়েছে, ‘আমি চাকরি খেয়েছি, সুপ্রিম কোর্টের স্টে-তে বেঁচে রয়েছে, শিগগির মারা যাবে।’ তাই তাঁকে আন্দোলনের অংশ করতে চাননি চাকরিহারারা। অভিজিৎবাবুও বিক্ষোভকারীদের পাল্টা সিপিএম, নকশাল, এসইউসি ইত্যাদি বলে দেগে দেন।

বিকাশ ভবনের বৈঠক শেষে প্রসঙ্গটি চাকরিহারাদের প্রতিনিধিদের সামনে তোলা হয়। তাঁরা বলেন, ‘চাকরি বাতিলের রায় আপাতত কার্যকর না করার জন্য মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে আবেদন করেছে। আজ যাঁরা আমাদের সমব্যথী হচ্ছেন, তাঁরা সেই মামলায় কোন পক্ষ নেন, আমরা দেখব। তাতেই স্পষ্ট হবে, কার কী ভূমিকা।’ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘ভাত দেওয়ার মুরোদ নেই, কিল মারার গোঁসাই। এঁরাই আবার চাকরিহারাদের পাশে এসে কুনাট্য রচনা করছেন।’ কসবায় ডিআই অফিস অভিযানে অংশ নেওয়া এক আন্দোলনকারী ‘পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া’র কথা বলেছিলেন। তাঁর পাশে দাঁড়িয়েছেন আন্দোলনকারী চাকরিহারারা। এ প্রসঙ্গে তাঁদের বক্তব্য, ‘উনি মানসিকভাবে বিপর্যস্ত। তাই নিজেকেই পুড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন।’

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #bjp, #SSC, #Abhijit Gangopadhyay, #Jobless Teacher

আরো দেখুন