‘মমতার মমতা’ প্রকল্পে ২০ টাকায় মাংস-ভাত

যেখানে মাত্র কুড়ি টাকা দিলেই পাতে পড়বে সপ্তাহে একদিন মাংস ভাত। এছাড়াও থাকবে ডিম সবজি ভাত। ১৫ টাকায় নিরামিষ ভাত-সহ হরেক রকম দুপুরের খাবার।

September 18, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

মাত্র কুড়ি টাকায় দুপুরে পেটপুরে মাংস ভাত? না না! এই দুর্মূল্যের বাজারে একথা কেউ বিশ্বাস করবেন না! আর এই অবিশ্বাস্য ব্যাপারকেই সত্যি করে দেখিয়েছেন হাওড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পুরপিতা বাপি মান্না। বাপি মান্না-সহ এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে বৃহস্পতিবার বিশ্বকর্মা পুজো এবং মহালয়ার দুপুরে এই অভিনব প্রকল্প চালু করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ‘মমতার মমতা’। এই প্রকল্পের মাধ্যমে প্রতিদিন মধ্যাহ্নে এলাকার প্রায় ২০০ থেকে ৩০০ জন মানুষের জন্য স্বল্প মূল্যে মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করা হবে। যেখানে মাত্র কুড়ি টাকা দিলেই পাতে পড়বে সপ্তাহে একদিন মাংস ভাত। এছাড়াও থাকবে ডিম সবজি ভাত। ১৫ টাকায় নিরামিষ ভাত-সহ হরেক রকম দুপুরের খাবার।

জানা গেছে তিন দিন নিরামিষ এবং চার দিন আমিষ থাকবে। ভাত, ডাল, সবজি, মাছ ছাড়াও সপ্তাহে একদিন মাংস ভাত থাকছে। কুড়ি টাকায় আমিষ, আর ১৫ টাকায় নিরামিষ খাবার মিলবে। প্রতিদিন ২০০ থেকে ৩০০ জনের খাওয়ার ব্যবস্থা থাকবে। সারা বছর চলবে। এখানে এলে কেউ অভুক্ত থেকে ফিরে যাবে না। নামমাত্র টাকা দিয়েই সেই খাবার পার্সেল সিস্টেমে তাঁরা পাবেন।

বাপি মান্না জানান, ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই অভিনব আয়োজন। তাঁরা চান যে, এলাকায় দিন আনা দিন খাওয়া অনেক গরিব মানুষ আছেন, যাদের প্রতিদিন দুপুরে হোটেলে খাবার জন্য যেতে হয় তারা এখান থেকে সুলভ মূল্যে দুপুরের মধ্যাহ্নভোজন করতে পারবেন। এছাড়াও সাধারণ মানুষও চাইলে এখানে আসতে পারবেন। আমরা প্রতিদিন দুপুরে স্বল্প মূল্যে সুলভ আহারের ব্যবস্থা করেছি। খুব অল্প মূল্যে আমরা এই খাবার সেল করব। অল্প দামে যে কেউ এখান থেকে খাবার কিনতে পারবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen