মহারাষ্ট্রে ‘লাড়কী বহীণ’ প্রকল্পে প্রায় ৮ লক্ষ মহিলার ভাতায় বরাদ্দ কমিয়ে ৫০০ করা হল, শুরু বিতর্ক

প্রকল্পের অন্যতম শর্ত হল, উপভোক্তাকে মহারাষ্ট্রের বাসিন্দা হতে হবে। বিয়ে করে অন্য রাজ্যে চলে গেলে তিনি আর এই প্রকল্পের সুবিধা পাবেন না।

April 17, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পশ্চিমবঙ্গের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের ধাঁচে মহারাষ্ট্র-সহ বেশ কিছু রাজ্যে অনুরূপ মহিলা-ভাতা প্রকল্প চালু করা হয়েছে। গত বছর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে এই প্রকল্প চালু করে শিন্দের নেতৃত্বাধীন জোট সরকার। প্রকল্পের আওতায় ২৫-৬৫ বছর বয়সি মহিলাদের মাসে ১,৫০০ টাকা করে দেওয়া শুরু করে মহারাষ্ট্রের সরকার। প্রকল্পের অন্যতম শর্ত হল, উপভোক্তাকে মহারাষ্ট্রের বাসিন্দা হতে হবে। বিয়ে করে অন্য রাজ্যে চলে গেলে তিনি আর এই প্রকল্পের সুবিধা পাবেন না।

ভোটের মুখে শিন্দে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিধানসভা ভোটে জিতলে এই ভাতার পরিমাণ ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,১০০ টাকা করা হবে। গত বছরের নির্বাচনে ‘লাড়কী বহীণ’ প্রকল্প বিজেপির নেতৃত্বাধীন জোট ‘মহাজুটি’-কে জয়ী হতে অনেকাংশে সাহায্য করে। পুনরায় মহারাষ্ট্রে ক্ষমতায় এসেছে ‘মহাজুটি’। তবে বর্ধিত অঙ্কে ভাতা দেওয়া এখনও চালু হয়নি। যা নিয়ে বিতর্ক চলছে মহারাষ্ট্রে।

রাজ্য সরকার সক্রিয় সুবিধাভোগীর সংখ্যা ১৭ লক্ষ কমিয়েছে এবং আরও ৭.৭ লক্ষ মহিলার মাসিক আর্থিক সুবিধা কমিয়েছে। সরকারি তথ্য অনুসারে, এই ৭.৭ লক্ষ মহিলা আগে এই প্রকল্পের অধীনে প্রতি মাসে ১,৫০০ টাকা পেতেন, কিন্তু এখন মাত্র ৫০০ টাকা পাচ্ছেন। রাজ্য জানিয়েছে যে, সুবিধাভোগীরা ‘নমো শেতকারি মহাসম্মান নিধি’র অধীনে প্রতি মাসে ১,০০০ টাকা পাচ্ছেন এবং ‘লাড়কী বহীণ’ প্রকল্পের মাধ্যমে ৫০০ টাকা অর্থাৎ মিলিতভাবে ১,৫০০ টাকা মাসিক সুবিধা দেওয়া হচ্ছে। মহারাষ্ট্রের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অদিতি তাতকারে জানিয়েছেন, নীতি অনুসারে, ৫০০ টাকা করে ৭,৭৪,১৪৮ জন মহিলাকে দেওয়া হচ্ছে যারা দুই প্রকল্পের আওতায় প্রতি মাসে ১,৫০০ টাকা পাচ্ছেন।

শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে সমালোচনাতেও বিঁধেছেন শাসকশিবিরকে। ‘লাড়কী বহীণ’ প্রকল্পে প্রতিশ্রুতি মতো টাকা এখনও পর্যন্ত বর্ধিত না-হওয়া নিয়েও সরব হয়েছেন তিনি। এগুলিকে মহাজুটির ‘নির্বাচনী কৌশল’ বলেই মনে করছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen