ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে মূক ও বধির দলিত নাবালিকাকে ধর্ষণ, জলন্ত সিগারেট দিয়ে গোপনাঙ্গ পুড়িয়ে দেওয়ার অভিযোগ

ফের নারকীয় বরবর্তার সাক্ষী থাকল ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে।

April 17, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের নারকীয় বর্বরতার সাক্ষী থাকল ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে। যোগীরাজ্যে নারী নিরাপত্তা যে তলানিতে তাও প্রমাণিত হল ফের। এক মূক ও বধির দলিত নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রামপুরে। মঙ্গলবার বিকাল থেকে নিখোঁজ ছিলেন এগারো বছর বয়সী ওই নাবালিকা। বুধবার, তাদের বাড়ি থেকে খানিক দূরে মাঠের মধ্যে অর্ধ-নগ্ন, অচৈতন্য অবস্থায় তাকে দেখতে পান গ্রামের একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ধর্ষণের পরে তার উপর শারীরিক নির্যাতন করা হয় বলে জানা যাচ্ছে। নাবালিকার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তার গোপনাঙ্গে সিগারেটের ছ্যাকা দেওয়া হয় এবং কামড়ের চিহ্নও রয়েছে।
নাবালিকার পিতা একজন কৃষক। রামপুরের অতিরিক্ত পুলিশ সুপার অতুল কুমার শ্রীবাস্তব জানান, নাবালিকার বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। ঘটনায় ওই গ্রামের এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ধর্ষিতার শারীরিক পরীক্ষা করা চিকিৎসক জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে অন্যতম ভয়াবহ যৌন নির্যাতন ঘটেছে। এক বা একাধিক ব্যক্তি ওই নাবালিকাকে ধর্ষণ করেছে বলে অনুমান চিকিৎসকের। তিনি আরও জানান, নাবালিকার মুখে ভোঁতা কিছু দিয়ে আঘাত করা হয়েছিল। মেয়েটির যৌনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। জলন্ত সিগারেট দিয়ে নাবালিকার গোপনাঙ্গ পুড়িয়ে দেওয়ার অভিযোগও উঠছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen