Breaking চাকরিহারাদের স্বস্তি! ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজের সুযোগ দিল সুপ্রিম কোর্ট
শর্তসাপেক্ষ নির্দেশে আপাতত স্বস্তিতে রাজ্য ও চাকরিহারারা।
April 17, 2025
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চাকরি বাতিল মামলায় মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে সাড়া দিল দেশের শীর্ষ আদালত। অযোগ্য চিহ্নিত নয় এমন শিক্ষকদের চলতি বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। শর্তসাপেক্ষ নির্দেশে আপাতত স্বস্তিতে রাজ্য ও চাকরিহারারা। তবে শিক্ষক-শিক্ষিকারা কাজে ফিরলেও, চাকরিহারা অশিক্ষক কর্মীরা স্কুলে যেতে পারবেন না বলেই জানিয়েছে সুপ্রিম কোর্ট।
আদালত জানিয়েছে, ৩১ মে-র মধ্যে যোগ্যদের বাছাই করার নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতে হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগপ্রক্রিয়া শেষ করতে হবে। ততদিন চাকরি করবেন সব শিক্ষক।
গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে এখনও কোনও নির্দেশ দেয়নি আদালত।