হাসপাতালে ভর্তি সৃজিত মুখোপাধ্যায়

শ্বাসকষ্ট, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি সৃজিত মুখোপাধ্যায়। শুক্রবার রাত ১২.৩০ নাগাদ শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় কিলবিল সোসাইটির পরিচালককে।

April 19, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শ্বাসকষ্ট, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি সৃজিত মুখোপাধ্যায়। শুক্রবার রাত ১২.৩০ নাগাদ শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় কিলবিল সোসাইটির পরিচালককে।

রাতেই কিছু পরীক্ষা করানো হয়েছে। শনিবার টেস্টের রিপোর্ট আসার কথা। তারপরই সেই বুঝে পরবর্তী চিকিৎসা শুরু হবে। আর রিপোর্ট স্বাভাবিক এলে, ছেড়ে দেওয়াও হতে পারে। হাসপাতাল সূত্রে খবর, এখন সৃজিতের শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল।

যে হাসপাতালে ভর্তি রয়েছেন পরিচালক, সেখানেই ‘কিলবিল সোসাইটি’ ছবির শুটিং করেছিলেন তিনি। শনি ও রবিবার সৃজিত মুখোপাধ্য়ায়ের হল ভিজিট করার কথাও ছিল। যদিও আপতত শনিবারের হল ভিজিট বাতিল করা হয়েছে। রবিবারও অবস্থা বুঝে ব্যবস্থা। জুন মাস থেকে ‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং শুরু করবেন পরিচালক। একটি নতুন নাটকের মহড়া শুরুরও কথা ছিল। এরই মাঝে আচমকাই শরীর খারাপ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen