রাজ্যবাসীর প্রতি শান্তি ফেরানোর আর্জি মমতার, খোলা চিঠিতে কী লিখলেন মুখ্যমন্ত্রী?

বিজেপি ও আরএসএসের পাতা ফাঁদে পা না দিতে রাজ্যবাসীর কাছে আবেদন জানালেন মমতা।

April 20, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi
রাজ্যবাসীর প্রতি শান্তি ফেরানোর আর্জি মমতার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ওয়াকফ নিয়ে প্রতিবাদের জেরে বাংলায় কিছু অশান্তির ঘটনা ঘটেছে। বাংলায় শান্তি ফেরানোর আর্জি জানিয়ে এবার রাজ্যবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অশান্তির ঘটনাকে কেন্দ্রে করে একযোগে বিজেপি এবং আরএসএস-কে আক্রমণও করেছেন তিনি।

বাংলায় দাঙ্গার ষড়যন্ত্র করছে বিজেপি ও সঙ্ঘ। মিথ্যা প্রচার চালিয়ে বিভেদের তৈরি করতে চাইছে।মমতা লেখেন, ‘রাজ্যে যে মিথ্যার প্রচার চলছে তার মূলে রয়েছে আরএসএস।’ খোলা চিঠিতে মুখ্যমন্ত্রীর অভিযোগ, প্ররোচনার কারণে ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক ঘটনাকে ব্যবহার করে বিভেদের রাজনীতির খেলা খেলতে চাইছে বিজেপি এবং আরএসএস।

বিজেপি ও আরএসএসের পাতা ফাঁদে পা না দিতে রাজ্যবাসীর কাছে আবেদন জানালেন মমতা। রাজ্যে শান্তি বজায় রাখার আর্জিও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর আবেদন, ‘সংখ্যাগুরু ও সংখ্যালঘু সম্প্রদায়কে পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে হবে, পরস্পরের ব্যাপারে সহমর্মী ও যত্নশীল হতে হবে।’

খোলা চিঠিতে কী লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়? পড়ুন মুখ্যমন্ত্রীর খোলা চিঠি

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen