জাফরাবাদে বাবা এবং ছেলের খুনের ঘটনায় রাজ্যের SIT-র হাতে গ্রেপ্তার আরও এক
জাফরাবাদে এক পরিবারে বাবা এবং ছেলেকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে। তদন্তে নামে পুলিশ। গঠিত হয় বিশেষ তদন্তকারী দল (সিট)।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ক্রমশ শান্তি ফিরছে মুর্শিদাবাদে। দোকানপাট, স্কুল খুলছে, স্বাভাবিক ছন্দে জনজীবন। এরই মধ্যে রাজ্যের পুলিশ সিট মুর্শিদাবাদের ধুলিয়ানের জাফরাবাদে বাবা এবং ছেলের খুনের ঘটনায় চোপড়া থেকে আরও একজনকে গ্রেপ্তার করল। ধৃতের নাম জিয়াউল শেখ। উল্লেখ্য, সম্প্রতি ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে অশান্তি হয়ে ওঠে মুর্শিদাবাদ। জাফরাবাদে এক পরিবারে বাবা এবং ছেলেকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে। তদন্তে নামে পুলিশ। গঠিত হয় বিশেষ তদন্তকারী দল (সিট)।
পুলিশের দাবি, ধৃতই খুনের ঘটনায় মূল চক্রী। এখনও পর্যন্ত বাবা-ছেলে খুনের মামলায় মোট চারজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করে জিয়াউলের নাম জানতে পারেন তদন্তকারীরা। তদন্তে জানা যায়, চোপড়ায় গা ঢাকা দিয়েছিলেন জিয়াউল। শনিবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।