আজ লক্ষ্মীবারে খুলছে মাদারিহাট ব্লকের ঢেকলাপাড়া চা বাগান, রামঝোরা নিয়ে কী ভাবনা?

রামঝোরা চা বাগান খুলতে এর আগে ছ’বার বৈঠক ডাকা হয়েছিল।

April 24, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, বৃহস্পতিবার মাদারিহাট ব্লকের বন্ধ ঢেকলাপাড়া চা বাগান খুলে যাচ্ছে। মাদারিহাটের আর একটি বন্ধ চা বাগান রামঝোরা খুলতে বুধবার ত্রিপাক্ষিক বৈঠকে বসল শ্রমদপ্তর। শ্রমদপ্তরের বীরপাড়া সার্কেলের অফিসে রামঝোরা নিয়ে বৈঠক হয়। বুধবার, বৈঠকে শ্রমদপ্তর ছাড়াও রামঝোরার মালিকপক্ষ, তৃণমূল, বিজেপি ও এসইউসি’র চা শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট বাগানের শ্রমিকরাও বৈঠকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রামঝোরা চা বাগান খুলতে এর আগে ছ’বার বৈঠক ডাকা হয়েছিল। মালিকপক্ষ কোনও বৈঠকেই হাজির হয়নি। কিন্তু বুধবারের বৈঠকে মালিকপক্ষ তাঁদের প্রতিনিধি পাঠিয়েছিল। বাগান খোলার দিন স্থির না হলেও বৈঠক ইতিবাচক হয়েছে। সামনের সপ্তাহে ফের বৈঠক ডাকা হচ্ছে। এদিন বাগান খোলার জন্য মালিকপক্ষ যে প্রস্তাব দেয় তা পছন্দ হয়নি কারও পক্ষেই। সেই জন্যই সামনের সপ্তাহে ফের বৈঠক ডাকছে শ্রমদপ্তর। সামনের সপ্তাহে ডাকা বৈঠকে যদি মালিকপক্ষ না আসে, সেক্ষেত্রে রাজ্য সরকারের এসওপি বলে রামঝোরা বাগানের লিজ বাতিল করতে পারে শ্রমদপ্তর। এমন ইঙ্গিত দিয়েছে শ্রমদপ্তর। লিজ বাতিল করে নতুন মালিককে রামঝোরার দায়িত্ব দেওয়া হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen