মাধ্যমিকের ফল প্রকাশিত হবে ২ মে

ঠিক সময়ে মাধ্যমিকের ফল প্রকাশ হবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। এই আবহেই মাধ্যমিকের ফলপ্রকাশের তারিখ ঘোষণা হল পর্ষদের তরফে।

April 24, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যজুড়ে ২০১৬-র এসএসসির প্যানেল বাতিল নিয়ে আন্দোলনে চাকরিহারারা। যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে গত সোমবার থেকে এসএসসির সামনে লাগাতার অবস্থানে বসেছেন। মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী তাঁদের স্কুলে ফিরে যেতে বললেও যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এমন পরিস্থিতিতে ঠিক সময়ে মাধ্যমিকের ফল প্রকাশ হবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। এই আবহেই মাধ্যমিকের ফলপ্রকাশের তারিখ ঘোষণা হল পর্ষদের তরফে।

পর্ষদের এক আধিকারিক বুধবার জানান, প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল, ৩০ এপ্রিল মাধ্যমিকের তালিকা প্রকাশ করা হবে। তবে ওই দিন দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে। তাই তারিখটি নিয়ে সংশয় শুরু হয়। সেক্ষেত্রে ৩০ এপ্রিলের পরিবর্তে ফল প্রকাশিত হচ্ছে ২ মে। গত বছরও এই দিনই ফল প্রকাশ হয়েছিল। ২ মে প্রথমে ওয়েবসাইটে ফল দেখতে পাবেন পড়ুয়ারা। সেক্ষেত্রে wbchse.wb.gov.in -এ লগইন করে রোল নং দিয়ে ফল দেখে নিতে পারবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen