পহেলগাঁওয়ের মতো গুরুত্বপূর্ণ পর্যটন স্থানে কেন কোনও নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিল না, প্রশ্ন তৃণমূলের

এদিন বৈঠকে যোগ দেওয়ার আগে সুদীপ বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা কেন্দ্রীয় সরকারের সাথে আছি

April 24, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পহেলগাঁও হামলার পরে বৃহস্পতিবার সর্বদল বৈঠকের ডাক দেয় মোদী সরকার। পহেলগাঁওয়ে মৃতদের শ্রদ্ধা জানিয়ে ২ মিনিট নীরবতা পালন করে বৈঠক শুরু হয়। উপস্থিত রয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ অন্যান্যরা। তৃণমূল কংগ্রেসের পক্ষে উপস্থিত ছিলেন দলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।

সূত্র মারফৎ জানা যাচ্ছে, বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, পহেলগাঁওয়ের মতো গুরুত্বপূর্ণ পর্যটন স্থানে কেন কোনও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়নি? বিজেপি কেন এটিকে হিন্দু-মুসলিম ইস্যুতে পরিণত করছে?”

এদিন বৈঠকে যোগ দেওয়ার আগে সুদীপ বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা কেন্দ্রীয় সরকারের সাথে আছি। সন্ত্রাসবাদ নির্মূলের এই লড়াইয়ে জাতিকে সম্পূর্ণ ঐক্যবদ্ধ হতে হবে।

এর আগে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক ঘটিয়েছিল মোদী সরকার। তবে সে সময় কোনও সর্বদল বৈঠক ডাকা হয়নি। বরং চুপিসারে ভারতীয় সেনাবাহিনী সীমান্তে খতম করেছিল জঙ্গিদের। যা নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখেও পড়েছিল মোদী সরকার।

তবে এবারে পরিস্থিতি ভিন্ন। পহেলগাঁওয়ে যেভাবে জঙ্গিরা হত্যালীলা চালিয়েছে, তাতে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। সব মহল থেকেই জঙ্গিদের কঠোরতম শাস্তির দাবি উঠছে। সেক্ষেত্রে সর্বদলীয় বৈঠক থেকে সিদ্ধান্ত নিলে বিতর্কের অবকাশও থাকবে না বলেই মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen