রাজ্য বিভাগে ফিরে যান

পশ্চিমবঙ্গে কোনও কৃষক আত্মহত্যা করেনি, স্বীকার কেন্দ্রের

September 19, 2020 | < 1 min read

পশ্চিমবঙ্গে কোনও কৃষক আত্মহত্যা করেনি। এবার সংসদে লিখিতভাবে এই তথ্য স্বীকার করে নিল মোদি সরকার। উত্তরপ্রদেশ, হরিয়ানা, কর্ণাটক, অসমের মতো বিজেপি শাসিত রাজ্য তো বটেই, খোদ অমিত শাহের গুজরাতেও শয়ে শয়ে কৃষক আত্মহত্যা করেছে। অথচ মমতার পশ্চিমবঙ্গে সংখ্যাটি শূন্য। সংসদে এমনটাই জানাল কেন্দ্র। এর পরিপ্রেক্ষিতে তৃণমূল দাবি করেছে, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার যে কৃষকবান্ধব নীতি কার্যকর হয়েছে, কেন্দ্র তা অনুসরণ করুক। দলের রাজ্যসভার এমপি মানসরঞ্জন ভুঁইঞার প্রশ্নের জবাবেই কেন্দ্রীয় সরকারকে এদিন সংসদে গোটা দেশের কৃষক আত্মহত্যার রিপোর্ট দিতে হয়েছে।

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানিয়েছেন, এনসিআরবি’র রিপোর্ট মোতাবেক ২০১৯ সালে দেশে ১০ হাজার ২৮১ জন কৃষক ও কৃষির সঙ্গে যুক্ত কর্মী আত্মহত্যা করেছেন। এর মধ্যে মোদির গুজরাতে মারা গিয়েছেন ১১৮ জন। মধ্যপ্রদেশে ৫৪১ জন। উত্তরপ্রদেশে ২৬১ জন। কর্ণাটকে ১ হাজার ৯৯২ জন। যদিও গোটা দেশে কৃষক আত্মহত্যার পরিসংখ্যানে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র (৩ হাজার ৯২৭ জন)। অন্যদিকে, পশ্চিমবঙ্গের মতোই কোনও কৃষক আত্মহত্যা করেনি পূর্বভারতের অপর দুই রাজ্য বিহার, ওড়িশাতেও। পাশাপাশি, কৃষকদের উপর করোনা মহামারীর প্রভাব কতটা পড়েছে, জানতে চাওয়ায়, মোদি সরকার বলেছে, এখনও এ ব্যাপারে কোনও হিসেবই করা হয়নি। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানিয়েছেন, একটি কৃষক পরিবার গড়ে মাসে ৬ হাজার ৪২৬ টাকা উপার্জন করে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #farmers

আরো দেখুন