SSC ভবন ঘেরাও প্রত্যাহার, সোমবার থেকে স্কুলে ফিরতে পারেন চাকরিহারা শিক্ষকেরা
সুপ্রিম কোর্টের নির্দেশ না থাকায় যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ করেনি এসএসসি। ডিআই অফিসে যোগ্যদের লিস্ট পাঠানো হয়েছিল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অবশেষে ৫ দিনের মাথায় এসএসসি ভবনের ঘেরাও উঠে গেল। শিক্ষকেরা জানিয়েছেন, আগামী ২ দিন শহিদ মিনারের কাছে চলবে অবস্থান। এই সময়ের মধ্যে যাবতীয় নথি পত্রের কাজ শেষ না হলে বিকাশ অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারারা। সব ঠিক থাকলে চাকরিহারারা আগামী সোমবার থেকে স্কুলে ফিরতে পারেন বলে খবর।
গত সোমবার এসএসসি ভবনে বাইরে ধরনায় বসেছিলেন চাকরিহারারা। আন্দোলনকারীদের দাবি ছিল, যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ করতেই হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ না থাকায় যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ করেনি এসএসসি। ডিআই অফিসে যোগ্যদের লিস্ট পাঠানো হয়েছিল। সেই তালিকাতেও অনেক যোগ্যের নাম ছিল না বলে অভিযোগ। ধরনা চলছিল। শুক্রবার সকালে এসএসসি ভবন ঘেরাও তুলে নেওয়ার কথা ঘোষণা করেন চাকরিহারারা। আগামী সোমবার থেকে চাকরিহারা শিক্ষকেরা স্কুলে ফিরবেন বলেই জান যাচ্ছে।