দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনই ‘ধর্ম সম্মেলন’, আড়াল থেকে কে কলকাঠি নাড়ছে? আদালতে প্রশ্ন রাজ্যের

দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে ৩০ এপ্রিল। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেদিনই কাঁথিতে ধর্মসভা (সনাতনী ধর্ম সম্মেলন) আয়োজন করতে গিয়ে পুলিসি বাধার মুখে পড়ে হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই মামলার শুনানিতে রাজ্য প্রশ্ন তুলেছে, এই অনুষ্ঠানের আয়োজক কারা? কারা দিচ্ছে টাকা? একটি সংগঠনকে সামনে রেখে আড়াল থেকে কে কলকাঠি নাড়ছে? এদিন মামলার শুননি শেষে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি ঘোষ।

April 26, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে ৩০ এপ্রিল। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেদিনই কাঁথিতে ধর্মসভা (সনাতনী ধর্ম সম্মেলন) আয়োজন করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়ে হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই মামলার শুনানিতে রাজ্য প্রশ্ন তুলেছে, এই অনুষ্ঠানের আয়োজক কারা? কারা দিচ্ছে টাকা? একটি সংগঠনকে সামনে রেখে আড়াল থেকে কে কলকাঠি নাড়ছে? এদিন মামলার শুননি শেষে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি ঘোষ।

মামলাকারীদের সংগঠনের আইনজীবী বিল্বদল ভট্টাচার্যর দাবি, ‘কোন ধর্মীয় অনুষ্ঠান কবে হবে, কোন পদ্ধতিতে পালন করা হবে, তা ঠিক করার অধিকার পুলিসের নেই। অক্ষয় তৃতীয়ার দিন কেন ওই অনুষ্ঠান করতে হবে, সেটা জানার অধিকারও পুলিসের নেই। দীঘার জগন্নাথ মন্দির থেকে ৩২ কিলোমিটার দূরে এই ধর্মীয় কর্মসূচি পালন করার আবেদন জানানো হয়েছে।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen